Ridge Bangla

কিং সিনেমায় শাহরুখের অ্যাকশন দৃশ্য ফাঁস

ভক্তরা দীর্ঘদিন ধরেই অধীর আগ্রহে অপেক্ষা করছেন কিংবদন্তি শাহরুখ খানের আসন্ন ছবি ‘কিং’ নিয়ে। শুটিং এখনও চলমান থাকলেও সম্প্রতি ছবির সেট থেকে শাহরুখের নতুন একটি অ্যাকশন লুক ফাঁস হয়েছে, যা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে উঠেছে।

ফাঁস হওয়া ছবিতে দেখা যায়, শাহরুখ কালো স্যুট ও ডার্ক সানগ্লাস পরে এক ডকের কাছে দাঁড়িয়ে আছেন। তার বাঁ হাতে ধরা বন্দুক দিয়ে তিনি কাউকে লক্ষ্য করছেন। এই দৃশ্য ভক্তদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করেছে। অনেকেই মন্তব্য করেছেন, তার এই লুক ‘ডন’ সিনেমার স্মরণ করিয়ে দিচ্ছে। পরিচালক ও কলাকুশলীরা শুটিং দৃশ্য গোপন রাখার চেষ্টা করলেও এর আগেও শাহরুখের ভিন্ন কিছু লুক ফাঁস হয়েছে। একটি ছবিতে তাকে সাদা চুল ও বিভিন্ন ট্যাটুতে দেখা গেছে, যা দর্শকদের নজর কেড়েছে।

‘কিং’ পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ। ছবিতে শাহরুখের সঙ্গে প্রথমবারের মতো বড় পর্দায় দেখা যাবে তার মেয়ে সুহানা খানকে। এছাড়া রানি মুখার্জি, দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, জয়দীপ আহলাওয়াত, অনিল কাপুর ও অভয় বর্মাসহ একঝাঁক তারকা এই ছবিতে অভিনয় করছেন।

অ্যাকশন-থ্রিলারধর্মী এই সিনেমাটি ২০২৬ সালে মুক্তির জন্য প্রস্তুত। ছবি থেকে প্রকাশিত ফাঁস হওয়া লুক ভক্তদের মধ্যে নতুন আলোচনা তৈরি করেছে এবং প্রমাণ করছে, শাহরুখ খানের প্রতিটি নতুন প্রজেক্টই দর্শক ও মিডিয়ার জন্য উত্তেজনার সৃষ্টি করতে সক্ষম।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৩

আরো পড়ুন