Ridge Bangla

কিংবদন্তি শাস্ত্রীয় গায়ক পণ্ডিত ছান্নুলাল মিশ্রে মারা গেছেন

হিন্দুস্তানি শাস্ত্রীয় সংগীতের কিংবদন্তি, পদ্মবিভূষণপ্রাপ্ত শিল্পী পণ্ডিত ছান্নুলাল মিশ্র আর নেই। হিন্দুস্তান টাইমসের খবর অনুযায়ী, বৃহস্পতিবার (২ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে তিনি মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর।

পণ্ডিত ছান্নুলাল মিশ্র দীর্ঘদিন ধরে শাস্ত্রীয় সংগীতের জগতে অবিচল সমন্বয় ও অসামান্য পারদর্শিতার মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। তিনি ছেলে তবলাবাদক রামকুমার মিশ্র এবং তিন কন্যাসন্তান রেখে গেছেন। তাঁর স্ত্রী চার বছর আগে মৃত্যুবরণ করেছিলেন।

সূত্র জানায়, পণ্ডিত ছান্নুলাল কিছুদিন ধরে ছোট কন্যার পরিবারের সঙ্গে মির্জাপুরে ছিলেন। বুধবার (১ অক্টোবর) শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় ভোরে বাড়িতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গায়কের কন্যা নম্রতা মিশ্র জানান, বার্ধক্যজনিত কারণে গত ১৭-১৮ দিন ধরে হাসপাতালের পর্যবেক্ষণে ছিলেন তিনি। এই সময় তাঁর পরিবার এবং ভক্তরা তাঁর স্বাস্থ্যের প্রতি গভীরভাবে উদ্বিগ্ন ছিলেন।

পণ্ডিত ছান্নুলালের মৃত্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় এক বার্তায় জানান, ভাগ্যবান যে, তিনি সবসময় ছান্নুলাল মিশ্রের স্নেহ ও আশীর্বাদ পেয়েছেন। ২০১৪ সালে বারাণসী লোকসভা আসন থেকে তাঁর প্রার্থী পদের প্রস্তাবক হিসেবেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।

১৯৩৬ সালে আজমগড়ে জন্ম নেওয়া পণ্ডিত ছান্নুলাল হিন্দুস্তানি শাস্ত্রীয় সংগীতে খেয়াল, ঠুমরি, চৈতি, কাজরি ও ভজনসহ বিভিন্ন শৈলিতে অসামান্য অবদান রেখেছেন। তাঁর মৃত্যু শাস্ত্রীয় সংগীত জগতে অপূরণীয় ক্ষতি হিসেবে বিবেচিত হচ্ছে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১২

আরো পড়ুন