Ridge Bangla

কিংবদন্তি অভিনেতা জাভেদ গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি

ঢাকাই সিনেমার সোনালি দিনের কিংবদন্তি অভিনেতা ইলিয়াস জাভেদ গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার (১৬ এপ্রিল) দুপুরে তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারসহ বিভিন্ন জটিল রোগে ভুগছেন।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য সনি রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিনেতার স্ত্রী ডলি চৌধুরীর বরাত দিয়ে বলা হয়েছে, “নায়ক জাভেদ বেশ কিছুদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছেন। আজ হঠাৎ অবস্থার অবনতি ঘটলে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। তার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন স্ত্রী।”

ষাটের দশকে চলচ্চিত্রে পা রাখা ইলিয়াস জাভেদের ক্যারিয়ার শুরু হয় ১৯৬৪ সালে উর্দু ভাষার ‘নয়ি জিন্দেগি’ চলচ্চিত্রের মাধ্যমে। এরপর ১৯৬৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘পায়েল’ সিনেমার মাধ্যমে তিনি দর্শকদের মন জয় করেন। শাবানার সঙ্গে তার অভিনীত এই সিনেমাটি ব্যাপক সাড়া ফেলে। পরবর্তী সময়েও বহু দর্শকপ্রিয় সিনেমায় অভিনয় করে নিজেকে ঢাকাই চলচ্চিত্রের ইতিহাসে এক কিংবদন্তি হিসেবে প্রতিষ্ঠিত করেন তিনি।

চলচ্চিত্র অঙ্গনে ইলিয়াস জাভেদ এক অনন্য নাম। তার অসুস্থতার খবরে সহকর্মী ও ভক্তদের মাঝে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। শিল্পী সমিতি, চলচ্চিত্র সংশ্লিষ্টরা এবং তার ভক্তরা তার দ্রুত সুস্থতা কামনা করেছেন।

আরো পড়ুন