পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, জম্মু ও কাশ্মীরের জনগণের রাজনৈতিক, কূটনৈতিক ও নৈতিক সমর্থন অব্যাহত থাকবে। রোববার (১৩ জুলাই) কাশ্মীর শহীদ দিবস উপলক্ষে দেওয়া এক সরকারি বার্তায় তিনি এ ঘোষণা দেন।
বার্তায় তিনি বলেন, “এই দিবসটি ১৯৩১ সালের ১৩ জুলাই ডোগরা বাহিনীর বর্বরতার বিরুদ্ধে অবস্থান নিয়ে প্রাণ উৎসর্গকারী ২২ জন কাশ্মীরির প্রতি শ্রদ্ধা জানানোর দিন।” তিনি বলেন, “আজও কাশ্মীরি জনগণ আত্মনিয়ন্ত্রণের অধিকার আদায়ের ন্যায্য দাবিতে জীবন উৎসর্গ করছে।”
প্রধানমন্ত্রী শাহবাজ উল্লেখ করেন, কাশ্মীর শহীদ দিবস হলো স্বাধীনতা, মানবাধিকার এবং অধিকারের সংগ্রামের এক প্রতীক। “কাশ্মীরের মুসলমানরা যুগ যুগ ধরে শক্তিশালী দখলদার শক্তির বিরুদ্ধে আত্মত্যাগের ইতিহাস গড়েছে। তাঁদের সাহস ও দৃঢ়তা পাকিস্তানের জন্য গর্বের বিষয়,” বলেন তিনি।
তিনি আরও জানান, “পাকিস্তান জাতিসংঘের প্রস্তাব অনুযায়ী কাশ্মীর সমস্যার শান্তিপূর্ণ সমাধান এবং কাশ্মীরি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে।”