গাজীপুরের কালিয়াকৈরে একটি রেলক্রসিং পার হওয়ার সময় মালবাহী ট্রাক বিকল হয়ে পড়ায় ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। সোমবার (১৪ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে শ্রীফলতলী ইউনিয়নের সোনাখালী রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ধামরাই-মাওনা আঞ্চলিক সড়কের রেলক্রসিং পার হওয়ার সময় ট্রাকটির পেছনের চাকা হঠাৎ মাটিতে দেবে যায়। এতে ট্রাকটি রেললাইনের ওপর আটকে যায় এবং বিকল হয়ে পড়ে। রেলক্রসিংয়ের দায়িত্বপ্রাপ্ত সিগন্যালম্যান তাৎক্ষণিকভাবে রেল কর্তৃপক্ষকে জানালে ঢাকামুখী সিরাজগঞ্জ কমিউটারসহ উত্তরাঞ্চলগামী বেশ কয়েকটি ট্রেন আটকে দেওয়া হয়।
জয়দেবপুর রেলওয়ে স্টেশনের মাস্টার আবুল খায়ের চৌধুরী জানান, উদ্ধারকাজ ইতোমধ্যে শুরু হয়েছে এবং যত দ্রুত সম্ভব ট্রাকটি সরিয়ে রেল চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। তিনি বলেন, “আমরা আশা করছি অল্প সময়ের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হবে।”
ঘটনার পর থেকে উভয় দিকেই রেলপথে ট্রেন চলাচল বন্ধ থাকায় যাত্রীদের ব্যাপক ভোগান্তি দেখা দিয়েছে। অনেক যাত্রী স্টেশন ও সড়কের পাশে দাঁড়িয়ে ট্রেন চলাচলের অপেক্ষায় রয়েছেন। রেলওয়ে সূত্র জানায়, ট্রাকটি সরাতে হেভি মেশিনারি আনা হচ্ছে।
উল্লেখ্য, সড়ক ও রেলপথের সংযোগস্থলে নিয়মিত তদারকির অভাব এবং অবকাঠামোগত দুর্বলতার কারণে প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটছে। স্থানীয়রা দ্রুত রেলক্রসিংগুলোর মানোন্নয়ন ও নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন।