সোমবার (১৪ এপ্রিল) রাতে কালবৈশাখী ঝড়ের প্রভাবে তীব্র বাতাসের কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের বাণিজ্য শাখার মহাব্যবস্থাপক নাসির মোহাম্মদ চৌধুরী জানান, রাত ১১টার পর থেকেই পদ্মা নদীতে দমকা বাতাস শুরু হয়। এরপর রাত পৌনে ১২টার দিকে ঝড়ো হাওয়ার কারণে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।
তিনি আরও জানান, পরিস্থিতি স্বাভাবিক হলে ফেরি চলাচল পুনরায় শুরু করা হবে। নৌপথে নিরাপত্তার স্বার্থে এমন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।