Ridge Bangla

কারিনাকে নিয়ে অন্তরঙ্গ দৃশ্যের স্মৃতিচারণে বিপাকে অর্জুন রামপাল

বলিউডের জনপ্রিয় জুটি কারিনা কাপুর ও অর্জুন রামপাল আবারও আলোচনায়, তবে এবার তা বিতর্ক ঘিরে। ২০১২ সালে মধুর ভান্ডারকর পরিচালিত ‘হিরোইন’ সিনেমায় প্রথমবার একসঙ্গে অভিনয় করেন তারা। যদিও ছবির গল্পে তাদের মিলন ঘটেনি, অন্তরঙ্গ দৃশ্যগুলো দর্শকদের মনে গভীর ছাপ ফেলেছিল।

সম্প্রতি ভারতের এক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে সেই দৃশ্যগুলোর স্মৃতিচারণ করে অর্জুন রামপাল বলেন, “কারিনার সঙ্গে পর্দায় অন্তরঙ্গ হতে ভালো লেগেছে। এখনো মনে পড়ে তার সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যগুলোতে অভিনয়ের কথা।” তার এই মন্তব্যের পরই সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় ওঠে।

অনেকে অর্জুনের মন্তব্যকে “অদ্ভুত” ও “অপেশাদার” আখ্যা দিয়েছেন। এক নেটিজেন রেডিটে লিখেছেন, “অর্জুনের এই মন্তব্য অদ্ভুত এবং অপেশাদার।” অন্য একজনের মতে, “সেই সময়ে হয়তো এমন মন্তব্য স্বাভাবিক ছিল।” তবে কেউ কেউ ধারণা করছেন, এটি ভুল বোঝাবুঝি থেকেও হয়ে থাকতে পারে।

‘হিরোইন’ ছবিতে কারিনা কাপুর ও অর্জুন রামপালের পাশাপাশি অভিনয় করেছিলেন রণদীপ হুদা, মুগ্ধা গডসে ও দিব্যা দত্ত। ছবির কাহিনি আবর্তিত হয় অভিনেত্রী মাহি (কারিনা কাপুর)-এর ব্যক্তিগত ও পেশাগত জীবনের উত্থান-পতনকে ঘিরে। প্রেম ও ক্যারিয়ারে ধাক্কা খেয়ে নতুন অধ্যায়ে পা রাখেন মাহি, যেখানে নতুন সঙ্গী হিসেবে আসেন অর্জুন রামপালের চরিত্র।

এখন দেখার বিষয়, অর্জুন রামপাল এই মন্তব্যের কারণে আরও সমালোচনার মুখে পড়বেন কি না, নাকি বিষয়টি দ্রুত মীমাংসা হয়ে যাবে।

আরো পড়ুন