Ridge Bangla

কারিগরি ত্রুটি, উড্ডয়নের ঘণ্টাখানেক পর ঢাকায় ফিরে এলো বিমান

উড্ডয়নের এক ঘণ্টা পর কারিগরি ত্রুটির কারণে ঢাকায় ফিরে এলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যাংককগামী একটি ফ্লাইট। বুধবার (৬ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্র জানায়, ১৪৬ যাত্রী নিয়ে বিজি-৩৮৮ ফ্লাইটটি দুপুর ১২টার দিকে ব্যাংককের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যায়। উড্ডয়নের কিছুক্ষণ পর মিয়ানমারের আকাশসীমায় পৌঁছালে বিমানের ইঞ্জিনে ত্রুটি ধরা পড়ে।

বিমানের এক সিনিয়র ক্যাপ্টেন জানান, যান্ত্রিক ত্রুটি শনাক্ত হওয়ার পর নিরাপত্তার স্বার্থে ফ্লাইটটি দ্রুত ঢাকায় ফেরানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পাইলট ইঞ্জিনে অস্বাভাবিক কম্পন টের পেয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নেন। বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজটির যাত্রী ধারণক্ষমতা ১৭০ জন হলেও ওই ফ্লাইটে ছিলেন ১৪৬ জন যাত্রী।

নাম প্রকাশ না করার শর্তে বিমানের এক পাইলট বলেন, “উড্ডয়নের কিছুক্ষণ পরই ইঞ্জিনে অস্বাভাবিক কম্পন লক্ষ্য করি। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা দ্রুত ঢাকায় ফেরার সিদ্ধান্ত নিই।”

ফ্লাইটটি দুপুর ১টা ২১ মিনিটে নিরাপদে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। যাত্রীদের নিরাপদে নামিয়ে আনা হয় এবং বিকল্প ফ্লাইটে তাদের গন্তব্যে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছে বিমান কর্তৃপক্ষ।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মুখপাত্র জানান, ত্রুটির কারণ অনুসন্ধানে টেকনিক্যাল টিম কাজ করছে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।

আরো পড়ুন