মিয়ানমারের কারারুদ্ধ গণতন্ত্রপন্থী নেত্রী ও নোবেল বিজয়ী অং সান সু চির গুরুতর অসুস্থতার খবর জানিয়েছেন তার ছেলে কিম আরিস। তিনি জানান, ৮০ বছর বয়সী সু চির হৃদরোগের সমস্যা মারাত্মক আকার ধারণ করেছে এবং তাৎক্ষণিক চিকিৎসা না পেলে তার জীবন ঝুঁকিতে পড়তে পারে। এ সংবাদ প্রকাশ করেছে দ্য ইন্ডিপেন্ডেন্ট।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) কিম আরিস মিয়ানমারের সামরিক জান্তার প্রতি আহ্বান জানান, তার মায়ের জন্য জরুরি চিকিৎসার ব্যবস্থা করতে হবে। এর মধ্যে কারাগারের বাইরে একজন বিশেষজ্ঞ হৃদরোগ চিকিৎসকের তত্ত্বাবধানও অন্তর্ভুক্ত থাকা উচিত বলে তিনি মনে করেন।
কিম আরিস আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান, যেন তারা সু চির মুক্তির জন্য হস্তক্ষেপ করে। তিনি বলেন, তার মায়ের বর্তমান শারীরিক অবস্থা অত্যন্ত গুরুতর এবং অব্যাহত কারাবাস কেবল তাকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে।
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোও বারবার সু চির প্রতি অমানবিক আচরণ এবং তার কারাবাসের কঠোর পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।
২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের পর থেকে অং সান সু চিকে কারাগারে রাখা হয়েছে। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত একাধিক অভিযোগে তাকে মোট ৩৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়। তবে আন্তর্জাতিক মহল এই মামলাগুলোকে ‘অবিচার’ হিসেবে আখ্যা দিয়েছে।