Ridge Bangla

কাপ্তাই হ্রদে সেনাবাহিনীর দ্রুত ও সফল উদ্ধার অভিযান

রাঙামাটির লংগদু অঞ্চলের কাপ্তাই হ্রদে আকস্মিক ঝড়ে একাধিক নৌকা ডুবে যাওয়ার ঘটনায় সেনাবাহিনী দ্রুত ও কার্যকর উদ্ধার অভিযান চালিয়েছে। ৩০ সেপ্টেম্বর রাতের ওই ঘটনায় বিএফডিসি ঘাট, ভাইবোনছড়া, লংগদু লঞ্চঘাট, গুইলশাখালি বিল ও ভাসান্যাদম এলাকায় যাত্রীদের ঝুঁকিপূর্ণ অবস্থার খবর পাওয়ার মাত্র ১৫ মিনিটের মধ্যেই সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সঙ্গে যৌথ উদ্ধার অভিযান শুরু করে।

প্রাথমিকভাবে পাঁচজন নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়। সেনাবাহিনীর তৎপরতা ও দ্রুত পদক্ষেপে ওই রাতেই দুজনকে জীবিত উদ্ধার করা হয় এবং এক শিশুর মৃতদেহ পাওয়া যায়। পরদিন (১ অক্টোবর) সকালে আরও দুজনের মৃতদেহ উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২ অক্টোবর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, একই রাতে নানিয়ারচর উপজেলার মহাজনপাড়ায় আরও একটি নৌকা ডুবে যায়। ওই নৌকায় ছয়জন যাত্রী ছিলেন। তাঁদের মধ্যে চারজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। তবে ডেনিজেন ও জিতেশ চাকমা এখনো নিখোঁজ রয়েছেন। সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয়রা নৌকাটি উদ্ধার করলেও তাঁদের সন্ধান মেলেনি।

আইএসপিআর জানায়, সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসনের তাৎক্ষণিক পদক্ষেপ, সাহসিকতা ও নিরলস প্রচেষ্টার ফলে দুর্ঘটনার পরপরই কার্যকর উদ্ধার অভিযান পরিচালনা সম্ভব হয়েছে। উদ্ধার কার্যক্রম এখনো অব্যাহত রয়েছে।

সংস্থাটি আরও জানায়, সেনাবাহিনী শুধু নিরাপত্তা নিশ্চিত করতে নয়, মানবিক দায়বদ্ধতা ও দুর্যোগ মোকাবিলায়ও সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। কাপ্তাই হ্রদের এই অভিযান সেই প্রতিশ্রুতির বিশেষ প্রমাণ হিসেবে উল্লেখযোগ্য।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১১

আরো পড়ুন