Ridge Bangla

কাপ্তাই হ্রদে তিন মাস মাছ শিকারে নিষেধাজ্ঞা

মাছের প্রাকৃতিক প্রজনন ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে আগামী ১ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত কাপ্তাই হ্রদে মাছ আহরণ, পরিবহন ও বাজারজাতকরণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে রাঙামাটি জেলা প্রশাসন।

মঙ্গলবার (১৫ এপ্রিল) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কাপ্তাই হ্রদ ব্যবস্থাপনা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ।

সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) রাঙামাটি শাখার ব্যবস্থাপক মো. ফয়েজ আল করিম, জেলা মৎস্য কর্মকর্তা আধীর চন্দ্র দাস, রাঙামাটি মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি আব্দুর শুক্কুরসহ সংশ্লিষ্ট মৎস্যজীবী ও ব্যবসায়ী প্রতিনিধিরা।

সভায় জানানো হয়, প্রতিবছরের মতো এবারও হ্রদে মাছের প্রজনন ও পোনার স্বাভাবিক বৃদ্ধির জন্য এই তিন মাসের নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। এ সময় জেলেদের জন্য ভিজিএফ কার্ডের মাধ্যমে খাদ্য সহায়তা নিশ্চিত করার কথাও জানানো হয়।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নিষেধাজ্ঞা অমান্য করে কেউ হ্রদে মাছ ধরলে তাদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনাসহ কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরো পড়ুন