চলছে ৭৮ তম কান চলচ্চিত্র উৎসব, যার পর্দা উঠেছে গত ১৩ মে। বরাবরের মতো এ বছরও লাল গালিচায় নজর কাড়লেন বলিউড তারকা ও প্রাক্তন বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন। তবে এবার কোনো ওয়েস্টার্ন নয়, বরং শাড়িতে হাজির হয়ে নজর কেড়েছেন তিনি।
কান উৎসবের রেড কার্পেটে ঐশ্বরিয়া রাই পরেছিলেন সাদা রঙের বেনারসি শাড়ি। সঙ্গে ছিল এমেরাল্ড পিঙ্ক জুয়েলারি, যা তার চেহারায় বাড়তি সৌন্দর্য যোগ করে। ঐশ্বরিয়ার এই শাড়ি ডিজাইন করেছেন খ্যাতনামা ফ্যাশন ডিজাইনার মণীশ মালহোত্রা। তবে তার সাজে সবচেয়ে বেশি নজর কাড়ে তার সিঁথি ভরা সিঁদুর, যা পুরো লুককে করে তোলে অনন্য।
ঐশ্বরিয়া বেছে নিয়েছিলেন ফুল স্লিভ সাদা ব্লাউজ এবং শাড়ির সঙ্গে মানানসই ওড়না। মেকআপ ছিল একদম হালকা—ন্যুড মেকআপের সঙ্গে ঠোঁটে ব্রাউন লিপস্টিক।
তার পরিধানে ছিল ২৯০ ক্যারেটের মোজাম্বিক রুবি দিয়ে তৈরি গলার হার এবং ৩০ ক্যারেট রুবি ও হীরা দিয়ে তৈরি স্টেটমেন্ট নেকলেস ও আংটি—সবই ডিজাইন করেছেন মণীশ মলহোত্রা।
ঐশ্বরিয়ার কান লুকের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়, যেখানে তার ভক্তরা প্রশংসায় ভাসাচ্ছেন তাকে। কেউ লিখেছেন, “আমাদের রানি এখানে।” কেউ বলছেন, “উফ! এই সিঁদুরটাই সব বদলে দিয়েছে।” কেউ আবার মন্তব্য করেছেন, “ঐশ্বরিয়াকে ছাড়া কান উৎসব অসম্পূর্ণ।”