Ridge Bangla

কানাডার সঙ্গে বিনিয়োগ সম্পর্ক জোরদারে প্রধান উপদেষ্টার আহ্বান

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস কানাডার সঙ্গে আরও দৃঢ় ও টেকসই বিনিয়োগ সম্পর্ক গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার (৬ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কানাডার ইন্দো-প্যাসিফিক ট্রেড রিপ্রেজেন্টেটিভ পল থোপপিলের সঙ্গে এক বৈঠকে তিনি এই আহ্বান জানান।

কানাডার খ্যাতনামা কোম্পানিগুলোর শীর্ষ কর্মকর্তাদের নিয়ে গঠিত একটি উচ্চ পর্যায়ের ব্যবসায়িক প্রতিনিধিদলের নেতৃত্বে বাংলাদেশ সফরে আসেন থোপপিল, যা তার দ্বিতীয় সরকারি সফর। প্রতিনিধি দলে ছিলেন বেল হেলিকপ্টার, ব্ল্যাকবেরি, গিলডান অ্যাক্টিভওয়্যার, জেসিএম পাওয়ার এবং অ্যাডভানটেক ওয়্যারলেস কমিউনিকেশনের কর্মকর্তারা।

বৈঠকে থোপপিল বলেন, “বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনায় আমরা আস্থা রাখি। সে কারণেই ব্যবসায়িক প্রতিনিধিদের নিয়ে এসেছি, যাতে আরও শক্তিশালী বাণিজ্যিক সম্পর্ক গড়ে তোলা যায়।” তিনি প্রধান উপদেষ্টার নেতৃত্বে নেওয়া সংস্কারমূলক পদক্ষেপগুলোকে ‘সাহসী ও সময়োপযোগী’ বলে উল্লেখ করে প্রশংসা করেন।

প্রফেসর ইউনূস বলেন, “আমরা এক বিশৃঙ্খল অবস্থা উত্তরাধিকার হিসেবে পেয়েছি, যেন এটি একটি দীর্ঘ ১৫ বছরের ভূমিকম্প। সেই ধ্বংসাবশেষ থেকে সংস্কারের মাধ্যমে আমরা এগিয়ে চলেছি। এই অগ্রযাত্রায় কানাডার মতো বন্ধুর পাশে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

তিনি কানাডার বিনিয়োগকারীদের উষ্ণ আমন্ত্রণ জানিয়ে বলেন, “বাংলাদেশ এখন শিল্প সম্প্রসারণে প্রস্তুত। বিনিয়োগকারীরা চাইলে এখানে উৎপাদন করে আন্তর্জাতিক বাজারে পণ্য রপ্তানি করতে পারবেন।”

প্রধান উপদেষ্টা আরও জানান, বাংলাদেশ সরকার কানাডার বিনিয়োগকারীদের সঙ্গে অংশীদারিত্বে আগ্রহী এবং স্থানীয় জনগণকে প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদানেও প্রস্তুত।

বৈঠকে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার এসডিজি সমন্বয়ক সিনিয়র সচিব লামিয়া মোরশেদ।

কানাডার প্রতিনিধি দলে ছিলেন—বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং, সিনিয়র ট্রেড কমিশনার ডেবরা বয়েস, বেল হেলিকপ্টারের বাণিজ্যিক ব্যবস্থাপক উইলিয়াম ডিকি, ব্ল্যাকবেরির হেড অব গভর্নমেন্ট সলিউশনস ব্র্যাড কলওয়েল, কানাডার দক্ষিণ এশিয়া রপ্তানি উন্নয়ন প্রতিনিধি লাডিসলাউয়া পাপারা, গিলডানের ভাইস প্রেসিডেন্ট জুয়ান কনট্রেরাস, জেসিএম পাওয়ারের পরিচালক মো. আলী এবং অ্যাডভানটেক ওয়্যারলেসের গ্লোবাল সেলস প্রধান টনি র‍্যাডফোর্ড।

আরো পড়ুন