Ridge Bangla

কানাডার মঞ্চ মাতাবেন জায়েদ খান

দীর্ঘদিন ধরে নিউইয়র্কে অবস্থান করছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান। এবার প্রথমবারের মতো তিনি মঞ্চ মাতাতে যাচ্ছেন কানাডার মন্ট্রিয়ালের সবচেয়ে বড় বাংলাদেশি সাংস্কৃতিক আসর ফোবানা সম্মেলনে। আগামী ২৯-৩১ আগস্ট অনুষ্ঠিত এই মহোৎসবে জায়েদ খানের সঙ্গে আরও অনেক শিল্পী অংশ নেবেন, যেখানে বাঙালি সংস্কৃতি, সংগীত ও চলচ্চিত্রের রঙ মিশে যাবে এক বর্ণিল আবেশে।

জায়েদ খান অনুষ্ঠানটি নিয়ে বলেন, “ফোবানা সম্মেলন একটি বড় আয়োজন। এটি খুবই প্রেস্টিজিয়াস। আমি সম্মানিত বোধ করছি যে, প্রথমবারের মতো আগামী ৩১ আগস্ট আমি এখানে পারফর্ম করতে পারব। সেদিন আরও অনেক নামকরা শিল্পী আমার সঙ্গে পারফর্ম করবেন। আশা করি, অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত হবে।”

জায়েদ খানের ক্যারিয়ারও এই সময় বেশ ব্যস্ত। যুক্তরাষ্ট্রভিত্তিক বাংলা গণমাধ্যম ‘ঠিকানা’-এর টক শো ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’ তিনি বর্তমানে সঞ্চালনা করছেন। পাশাপাশি দেশে মুক্তির অপেক্ষায় রয়েছে জায়েদ খান অভিনীত সিনেমা ‘বাহাদুরী’। শফিক হাসান পরিচালিত এ সিনেমায় জায়েদ খানের বিপরীতে রয়েছেন চিত্রনায়িকা মৌ খান। সিনেমাটির নির্মাণ কাজ শেষ হলেও মুক্তি ২০২২ সাল থেকে থমকে আছে।

ফোবানা (ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশন ইন নর্থ আমেরিকা) উত্তর আমেরিকায় বাংলাদেশিদের সবচেয়ে বড় সংগঠন। উৎসবের সব প্রস্তুতি ইতিমধ্যেই চূড়ান্ত হয়েছে। আয়োজনের মূল লক্ষ্য বাঙালি সংস্কৃতি, ঐতিহ্য ও সংগীতকে উত্তর আমেরিকার মাটিতে ছড়িয়ে দেওয়া।

ফোবানা সম্মেলনকে ঘিরে আগ্রহ ও উত্তেজনা বেড়েই চলেছে। জায়েদ খানসহ অংশগ্রহণকারীরা মঞ্চে নিজেদের সেরাটা দিয়ে দর্শক মন জয় করার চেষ্টা করবেন। এই আয়োজন কেবল সাংস্কৃতিক বিনোদন নয়, উত্তর আমেরিকার বাংলাদেশি সম্প্রদায়ের জন্য একটি বড় মিলনমেলার মতো প্রমাণিত হবে।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন