মাদকদ্রব্য কেনাবেচার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন কানাডা ক্রিকেট দলের অধিনায়ক নিকোলাস কার্টন। জন্মভূমি বার্বাডোজের গ্র্যান্টলি অ্যাডামস আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে আটক করে স্থানীয় পুলিশ।
২৬ বছর বয়সী এই ব্যাটিং অলরাউন্ডারকে গ্রেপ্তারের পেছনে রয়েছে গুরুতর অভিযোগ। জ্যামাইকার প্রভাবশালী দৈনিক ‘দ্য গ্লিনার’ জানিয়েছে, বিমানবন্দরে জব্দ হওয়া ২০ পাউন্ড, অর্থাৎ প্রায় ৯ কেজি গাঁজা সরবরাহের সঙ্গে তার সংশ্লিষ্টতা পাওয়া গেছে।
নিকোলাস কার্টন ২০১৮ সালে কানাডায় পাড়ি জমানোর আগে ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলেছেন। ২০২০ সালে ক্যারিবীয় প্রিমিয়ার লিগে জ্যামাইকা তালাহওয়াস দলের হয়ে অংশ নেন। কানাডার জাতীয় দলের হয়ে তিনি এখন পর্যন্ত ২১টি ওয়ানডে খেলেছেন, যেখানে তার রান সংখ্যা ৫১৪। টি-টোয়েন্টিতে ২৮ ম্যাচে তার সংগ্রহ ৬২৭ রান।
গ্রেপ্তারের ঘটনাটি কানাডা ক্রিকেট বোর্ড এবং আইসিসির মধ্যেও আলোচনার জন্ম দিয়েছে। বিষয়টি এখন তদন্তাধীন এবং স্থানীয় কর্তৃপক্ষ আইনি প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে।