Ridge Bangla

কানাডায় বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ উদ্‌যাপন

১৪ এপ্রিল কানাডার কিংস্টন শহরে বাংলা নববর্ষ উদ্‌যাপন করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত ও শিখ সম্প্রদায়ের সদস্যরা। বর্ণিল আয়োজনে ভরপুর এই অনুষ্ঠানে উঠে এসেছে বৈচিত্র্যময় সংস্কৃতির সম্মিলন।

বাংলা নববর্ষ উপলক্ষে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কারনি সস্ত্রীক শিখদের ধর্মীয় উপাসনালয়ে গিয়ে উপাসনায় অংশগ্রহণ করেন এবং শুভেচ্ছা জানান। একই দিনে টরন্টোর দক্ষিণ-পশ্চিম স্কারবরো এলাকার প্রাদেশিক এমপি বাংলাদেশি বংশোদ্ভূত ডলি বেগম বাংলা, তামিল, নেপালি ও থাই সম্প্রদায়ের জনগণকে নববর্ষের শুভেচ্ছা জানান এবং নিজ নিজ সংস্কৃতিতে দিনটি উদ্‌যাপনের আহ্বান জানান।

সন্ধ্যায় কিংস্টন শহরে বসবাসরত বাংলাদেশি কমিউনিটি আয়োজন করে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার। এতে লোকসংগীত, কবিতা আবৃত্তি, নৃত্য পরিবেশনা এবং ইউনেস্কো স্বীকৃত পহেলা বৈশাখের শোভাযাত্রার মোটিফ প্রদর্শন করা হয়। শিশুদের পরিবেশনায় ছিলো দেশাত্মবোধক গান ও ঐতিহ্যবাহী নৃত্য। গৃহিণীরা পরিবেশন করেন ঘরোয়া পরিবেশে তৈরি নানা রকমের পিঠা ও মিষ্টান্ন। অনুষ্ঠানে বাংলাদেশ ও বাঙালি জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করে মিলাদ ও বিশেষ মোনাজাতও করা হয়।

বিদেশের মাটিতে এমন আয়োজনে প্রবাসী বাংলাদেশিরা যেন ফিরে পেলেন নিজের শিকড়ের টান আর সংস্কৃতির প্রাণছোঁয়া।

আরো পড়ুন