Ridge Bangla

কাজলের চোখে রামোজি ফিল্ম সিটি ‘ভূতুড়ে’, সামাজিক মাধ্যমে তুমুল বিতর্ক

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কাজল সম্প্রতি গালাট্টা ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে রামোজি ফিল্ম সিটিকে বিশ্বের অন্যতম ভূতুড়ে জায়গা হিসেবে উল্লেখ করেছেন। তার এই মন্তব্য প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে তুমুল বিতর্ক।

সাক্ষাৎকারে কাজল বলেন, “আমি এমন কিছু লোকেশনে শুটিং করেছি, যেগুলো আমাকে বেশ অস্বস্তিতে ফেলেছিল। ঘুমোতে পারিনি ঠিকভাবে। তার মধ্যে রামোজি ফিল্ম সিটি পৃথিবীর সবচেয়ে ভূতুড়ে জায়গাগুলোর একটি বলে মনে হয়েছে আমার কাছে।”

এই মন্তব্যের পরপরই সামাজিক মাধ্যমে নানামুখী প্রতিক্রিয়া দেখা যায়। বিশেষ করে হায়দরাবাদবাসী ও তেলেগু সিনেমাপ্রেমীদের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা তুঙ্গে ওঠে। অনেকেই কাজলের অনুভূতির প্রতি সহানুভূতি প্রকাশ করে বলেছেন, এটি তার ব্যক্তিগত অভিজ্ঞতা, তাই এমন মন্তব্যে আপত্তির কিছু নেই।

অন্যদিকে, সমালোচকরাও পিছিয়ে নেই। অনেকে কাজলের মন্তব্যকে ‘ভিত্তিহীন’, ‘অবৈজ্ঞানিক’ এবং ‘স্থানীয় পর্যটনের ক্ষতি করতে পারে এমন দায়িত্বজ্ঞানহীন’ বলে আখ্যা দিয়েছেন।

উল্লেখ্য, রামোজি ফিল্ম সিটি ভারতের বৃহত্তম এবং অন্যতম জনপ্রিয় চিত্রায়ন স্থান। অসংখ্য বলিউড ও টলিউড সিনেমার শুটিং এখানে হয়েছে। বছরে লক্ষাধিক পর্যটকও ভিড় করেন এই স্থানে।

তবে ভূতুড়ে স্থান হিসেবে রামোজির ‘গল্প’ নতুন নয়। অতীতেও অনেক কলাকুশলী শুটিংয়ের সময় অদ্ভুত অভিজ্ঞতার কথা বলেছেন। কাজলের মন্তব্য যেন সেই পুরনো বিতর্ককেই আবার উসকে দিল।

এই মন্তব্যের মাধ্যমে কাজলের সাহসী ও স্পষ্টভাষী অবস্থান যেমন সামনে এসেছে, তেমনি রামোজি ফিল্ম সিটিকে ঘিরে পুরনো রহস্য ও জনআলোচনাও নতুন করে চাঙ্গা হয়েছে।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন