বলিউড ও টেলিভিশন অঙ্গনের জনপ্রিয় অভিনেত্রী ও মডেল শেফালি জারিওয়ালার আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিনোদন জগতে। মাত্র ৪২ বছর বয়সে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তার স্বামী পরাগ ত্যাগী দ্রুত মুম্বাইয়ের বেলভিউ মাল্টিস্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুর প্রথম দিকে ধারণা করা হয়েছিল, শেফালি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তবে সঠিক কারণ জানার জন্য তার মরদেহ পাঠানো হয় কুপার হাসপাতালে ময়নাতদন্তের জন্য। পুলিশ সূত্রে জানা গেছে, প্রাথমিক রিপোর্টে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। তার দেহে কোনো অস্বাভাবিক চিহ্ন, বিষক্রিয়া বা জখমের প্রমাণ মেলেনি।
চিকিৎসকদের মতে, প্রাথমিকভাবে এটি প্রাকৃতিক মৃত্যু বলেই প্রতীয়মান হচ্ছে। তবে চূড়ান্তভাবে নিশ্চিত হতে টিস্যু স্যাম্পল সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে, যার রিপোর্ট পেতে আরও কয়েকদিন সময় লাগবে।
শনিবার (২৮ জুন) মুম্বাইতে শেফালির শেষকৃত্য সম্পন্ন হয়। বলিউড ও টেলিভিশনের বহু তারকা ও সহকর্মী সেখানে উপস্থিত ছিলেন। স্ত্রীর মৃত্যুতে ভেঙে পড়েন পরাগ ত্যাগী। গণমাধ্যমে তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার অনুরোধ, দয়া করে এই বিষয়টি নিয়ে মজা করবেন না বা নাটক তৈরি করবেন না। ও যেন শান্তিতে থাকে—এটাই চাওয়া।”
২০০২ সালে “কাঁটা লাগা” গানের রিমিক্স ভিডিওতে অভিনয়ের মাধ্যমে রাতারাতি তারকাখ্যাতি পান শেফালি। এরপর “মুঝসে শাদি করোগি” সিনেমায় অভিনয় করেন এবং ২০১৯ সালের ‘বিগ বস ১৩’-এ অংশ নিয়ে আবারও আলোচনায় আসেন।
তার অকাল মৃত্যুতে বলিউড একটি প্রতিভাবান ও উজ্জ্বল তারকা হারালো বলে মন্তব্য করেছেন অনেকেই।