Ridge Bangla

কসম খেয়ে নিজেকে নির্দোষ দাবি করলেন মডেল মেঘনা আলম

দেশের আলোচিত মডেল মেঘনা আলম সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের পবিত্রতা ও চরিত্রহীনতার বিরুদ্ধে প্রচার বন্ধের আহ্বান জানিয়েছেন। ২০২০ সালে মিস আর্থ বাংলাদেশ হিসেবে শোবিজে যাত্রা শুরু করা মেঘনা আলম রোববার (৩১ আগস্ট) ফেসবুকে এক পোস্টে জানিয়েছেন, তার জীবনে কখনো কারও সঙ্গে যৌন সম্পর্ক হয়নি। তিনি আরও জানিয়েছেন, আদালতে শপথ নিয়ে তিনি এ ব্যাপারে সঠিক বিবৃতি দিয়েছেন।

মেঘনা আলম লিখেছেন, “আমি কখনো সচেতন অবস্থায় কারো সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করিনি। আজ পর্যন্ত আমি কুমারী। আমাকে চরিত্রহীন বা লম্পট প্রমাণ করার যেকোনো অপচেষ্টা বন্ধ হোক।” তিনি সমাজের নৈরাজ্যপূর্ণ মানসিকতার বিষয়েও মন্তব্য করেন। মেঘনা বলেন, “দাড়ি-জুব্বা-বোরখা দেখলেই মানুষ পবিত্রতা ধরে নেয়, আর কোনো নারী খোলামেলা পোশাক পরলেই ধরে নেয় সহজলভ্য। কিন্তু বাহ্যিক চেহারা দিয়ে অন্তর বোঝা যায় না।”

মডেল আরও উল্লেখ করেন, ক্ষমতাধর ব্যক্তির সঙ্গে বিয়ে ভাঙার কারণে তার বিরুদ্ধে মিথ্যা মামলার মাধ্যমে হয়রানি বন্ধ করা হোক। তিনি বলেন, “ইতিহাসে নারীকেই বারবার অগ্নিপরীক্ষার সম্মুখীন হতে হয়, অথচ পুরুষ থাকে নিরাপদ।”

উল্লেখ্য, ৯ এপ্রিল রাতে মেঘনা আলমকে রাজধানীর নিজ বাসা থেকে আটক করে ডিএমপি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশ অনুযায়ী ১০ এপ্রিল রাতে আদালত তাকে বিশেষ ক্ষমতা আইনে ৩০ দিন আটক রাখার নির্দেশ দেন। পরে চাঁদাবাজি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। আটকের ঘটনা সংবাদমাধ্যম ও সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। মডেল এ পোস্টের মাধ্যমে নিজেকে নির্দোষ প্রমাণ করার পাশাপাশি সমাজের দ্ব্যর্থহীন ন্যায়বিচারের জন্যও বার্তা দিয়েছেন।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন