Ridge Bangla

কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র

নিউইয়র্কে দেওয়া এক বক্তব্যে মার্কিন সেনাদের ট্রাম্পের নির্দেশ অমান্য করার আহ্বান জানানোয় কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) নিউইয়র্কে এক ফিলিস্তিনপন্থী বিক্ষোভে পেত্রো বলেন, মার্কিন সেনাদের উচিত মানবতার পক্ষে দাঁড়ানো এবং ট্রাম্পের আদেশ না মানা। এসময় তিনি একটি বিশ্ব উদ্ধার বাহিনী গঠন করার আহ্বান জানান। এর প্রথম কাজ হবে ফিলিস্তিনকে মুক্ত করা বলেও উল্লেখ করেন তিনি।

তার এই বক্তব্যকে উসকানিমূলক ও দায়িত্বজ্ঞানহীন বলে মনে করছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। এই ধরনের মন্তব্য মার্কিন সেনাদের মধ্যে বিদ্রোহ উসকে দিতে পারে বলে অভিযোগ দপ্তরটির। সামাজিক মাধ্যমে তারা লিখেছে, পেত্রোর বেপরোয়া ও বিতর্কিত কর্মকাণ্ডের কারণে ভিসা বাতিল করা হয়েছে। তবে তার ভিসা বাতিলের ঘোষণার সময় তিনি বোগোতার উদ্দেশে যাত্রা করছিলেন।

এ ঘটনায় কলম্বিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী আরমান্দো বেনেদেত্তি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (টুইটার) লিখেছেন, “ভিসা বাতিল করা উচিত ছিল ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর, কিন্তু সাম্রাজ্য তাকে রক্ষা করছে।”

পেত্রো কলম্বিয়ার প্রথম বামপন্থি সরকার পরিচালনা করছেন। সাম্প্রতিক মাসগুলোতে তার সঙ্গে ট্রাম্প প্রশাসনের সম্পর্ক দ্রুত অবনতি হয়েছে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ২২

আরো পড়ুন