কলকাতার ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সায়ন্তনী হঠাৎ করে ব্রেন স্ট্রোকের শিকার হয়েছেন। সুস্থ অবস্থায় নিজ বাড়িতে ছুটি কাটাচ্ছিলেন তিনি, কিন্তু টেলিভিশন দেখতে দেখতে আচমকাই অসুস্থ বোধ করেন। পরে জানা যায়, মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ার কারণে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, গত বুধবার বাড়িতে টিভি দেখার সময় সায়ন্তনীর শারীরিক অসুবিধা শুরু হয়। সঙ্গে সঙ্গে তাঁর স্বামী ইন্দ্রনীল মল্লিক চিকিৎসকের কাছে নিয়ে যান। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক নিশ্চিত করেন, সায়ন্তনী ব্রেন স্ট্রোকের শিকার হয়েছেন। তিন দিনের চিকিৎসার পর রোববার (৭ সেপ্টেম্বর) তিনি হাসপাতাল থেকে বাড়িতে ফিরে আসেন।
চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অভিনেত্রীকে ১৫ দিন সম্পূর্ণ বিশ্রাম নিতে হবে। যদিও বর্তমানে তিনি আগের তুলনায় অনেকটাই সুস্থ। বাড়িতে ফিরে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেছেন সায়ন্তনী। হাসপাতালের পোশাক পরিহিত ছবিতে তিনি স্বামী ইন্দ্রনীলকে উদ্দেশ্য করে লিখেছেন, “তোমাকে ছাড়া বেঁচে থাকা সম্ভব হতো না।”
সায়ন্তনী সম্প্রতি ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিক শেষ করেছেন এবং বর্তমানে বাড়িতে বিশ্রাম নিচ্ছেন। উল্লেখ্য, ২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি সাতপাকে বাঁধা পড়েন ইন্দ্রনীল মল্লিক ও সায়ন্তনী। সেই থেকে সুখী দাম্পত্য জীবনযাপন করছেন তারা। ইন্দ্রনীল আগে ২০১৬ সালে অভিনেত্রী প্রেরণা ভট্টাচার্যের সঙ্গে বিবাহিত ছিলেন, তবে সেই সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি। অভিনেত্রীর দ্রুত সুস্থতা কামনা করছেন অনুরাগী ও সহকর্মীরা।