Ridge Bangla

কলকাতায় মেসির আগমন ঘিরে উৎসবের প্রস্তুতি, সঙ্গেই থাকবেন শাহরুখ খান

ফুটবল কিংবদন্তি লিওনেল মেসি আর মাত্র তিন দিন পর কলকাতায় আসছেন। তার এই ভারত সফরকে ঘিরে শহর জুড়ে চলছে জমজমাট প্রস্তুতি। বিশেষ আকর্ষণ হবে বলিউড সুপারস্টার শাহরুখ খানের উপস্থিতি।

মেসি কলকাতায় তার সম্পূর্ণ সফরের মধ্যে সবচেয়ে কম সময় কাটাবেন, কিন্তু অনুষ্ঠান হবে বৈচিত্র্যপূর্ণ। মূল কর্মসূচি কেন্দ্রীভূত হবে যুবভারতী ক্রীড়াঙ্গন (সল্টলেক স্টেডিয়াম) ও শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে। মেসি ও তার স্ত্রী আন্তোনেলার জন্য উপহার হিসেবে থাকবে ধুতি-পাঞ্জাবি, শাড়ি। খাবারের তালিকায় থাকবে ইলিশ, চিংড়ি, নলেন গুড়ের রসগোল্লা ও মিষ্টি দই।

রবীন্দ্রসংগীতের সাথে দক্ষিণ আমেরিকান ট্যাঙ্গো নাচের মিশ্রণে একটি বিশেষ পারফরম্যান্সের আয়োজন করা হয়েছে, যেখানে টলিউড শিল্পীরাও অংশ নেবেন।

মেসি খুদে ফুটবলারদের জন্য একটি কোচিং ক্লিনিকে অংশ নেবেন এবং মোহনবাগান ও ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবের মধ্যকার একটি প্রীতি ম্যাচ দেখবেন। তিনি মাঠে গিয়ে পেনাল্টি কিকও নিতে পারেন বলে জানা যায়। মেসি শ্রীভূমি স্পোর্টিং ক্লাব প্রাঙ্গণে তার নিজের একটি মূর্তির ভার্চুয়াল উদ্বোধন করবেন, যা ডিয়েগো ম্যারাডোনার মূর্তির পাশে স্থাপন করা হবে।

শাহরুখ খান সকাল সাড়ে ১১টার দিকে যুবভারতী স্টেডিয়ামে উপস্থিত হবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুপুর ১২টার আশেপাশে সেখানে পৌঁছবেন। অনুষ্ঠানে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সৌরভ গঙ্গোপাধ্যায় ও লিয়েন্ডার মতো ব্যক্তিত্বরাও আমন্ত্রিত।

অনুষ্ঠানের শেষে একটি হুডখোলা জিপে চড়ে মেসি যুবভারতী স্টেডিয়াম প্রদক্ষিণ করবেন, যা অনুষ্ঠানের চূড়ান্ত আকর্ষণ হবে।

টিকিট বিক্রি ভালো হয়েছে এবং কর্পোরেট হাউসগুলোতেও বিপুল সংখ্যক টিকিট বরাদ্দ দেওয়ায় স্টেডিয়াম পূর্ণ দর্শকে উপচে পড়বে বলে আশা করা হচ্ছে। মেসির নামাঙ্কিত টি-শার্ট ও একটি বিশেষ থিম সংগীত ইতিমধ্যেই জনপ্রিয়তা পেয়েছে।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন