Ridge Bangla

কর্ণফুলী ইপিজেডে ভয়াবহ আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট

চট্টগ্রামের পতেঙ্গায় কর্ণফুলী ইপিজেডের একটি কারখানায় শুক্রবার (১১ জুলাই) দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জানিয়েছে, দুপুর ২টা ৫৫ মিনিটের দিকে আগুনের সূত্রপাত ঘটে।

প্রাথমিকভাবে জানা গেছে, আগুন লেগেছে অ্যারো ফেভারিট নামের একটি কারখানায়। পরে তা আশপাশের ভবনগুলোতেও ছড়িয়ে পড়ে। তবে আগুনের সুনির্দিষ্ট উৎস এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।

চট্টগ্রামের ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম থেকে জানানো হয়েছে, খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এখনো আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি, তবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়েছে, আগুন নেভাতে সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হচ্ছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে আরও সময় লাগতে পারে। অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আসার পর প্রাথমিক তদন্ত শেষে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত জানানো হবে।

আরো পড়ুন