Ridge Bangla

করোনায় ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু, শনাক্ত ১০ জন

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে এবং নতুন করে ১০ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। শুক্রবার (২৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় সারাদেশে ১৯৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১০টি নমুনায় করোনা ভাইরাস শনাক্ত হয়েছে, ফলে শনাক্তের হার দাঁড়িয়েছে ৪.০২ শতাংশ। নতুন সংক্রমণসহ দেশে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫২ হাজার ৭৩ জন। মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৫১৯ জনে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় এবং ১৮ মার্চ প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে সংক্রমণের হার কম থাকলেও ভাইরাসটি এখনো নির্মূল হয়নি। বয়স্ক ও দীর্ঘমেয়াদি অসুস্থতাযুক্ত ব্যক্তিদের জন্য সংক্রমণ ঝুঁকিপূর্ণ।

করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি যেমন মাস্ক ব্যবহার, নিয়মিত হাত ধোয়া ও জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ পুনর্ব্যক্ত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। পাশাপাশি, যাদের এখনো টিকা বা বুস্টার ডোজ বাকি রয়েছে, তাদের দ্রুত টিকা নেওয়ার অনুরোধ করা হয়েছে। করোনার প্রাথমিক উপসর্গ দেখা দিলে দ্রুত পরীক্ষা ও চিকিৎসা নেওয়ার পরামর্শও দেওয়া হয়েছে।

আরো পড়ুন