Ridge Bangla

করোনাভাইরাসে একদিনে মৃত্যু ৫, আক্রান্ত ৩৬ জন

দেশে আবারও করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণহানি বেড়েছে। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ৩৬ জন।

রোববার (২২ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত মোট ৬২১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫ দশমিক ৮০ শতাংশ। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২১ জুন পর্যন্ত দেশে মোট ৫ হাজার ৫৯৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে, যার মধ্যে ৪৩৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

চলতি বছরের ৫ জুন প্রথম করোনায় একজনের মৃত্যুর খবর আসে। এরপর ১৩ জুন মারা যান আরও দুজন। পরে ১৫, ১৬, ১৭, ১৮, ১৯ ও সর্বশেষ ২১ জুন আরও কয়েকজনের মৃত্যু হয়।

এ নিয়ে দেশে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৫১৫ জনে। মৃত্যুবরণকারীদের মধ্যে ৯ জন নারী এবং ৭ জন পুরুষ।

স্বাস্থ্য অধিদপ্তরের মতে, সংক্রমণ কিছুটা বেড়েছে ঠিকই, তবে আতঙ্কিত না হয়ে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং প্রয়োজনীয় সতর্কতা গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে যাদের আগেই শারীরিক জটিলতা রয়েছে, তাদের জন্য বাড়তি সতর্কতা নেওয়ার তাগিদ দেওয়া হয়েছে।

আরো পড়ুন