ইউক্রেনের ওপর গত সপ্তাহের মধ্যে সবচেয়ে বড় হামলা চালিয়েছে রাশিয়া। বৃহস্পতিবার (২১ আগস্ট) ইউক্রেনীয় সেনা সূত্র জানায়, রাতভর এই হামলায় ৫৭৪টি ড্রোন ও ৪০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এর মধ্যে ৫৭৭টি প্রতিহত করা সম্ভব হয়েছে। জানা গেছে, হামলায় পশ্চিমাঞ্চলীয় লভিভে এক ব্যক্তি নিহত ও অন্তত তিনজন আহত হয়েছে। এছাড়া সীমান্তবর্তী ট্রান্সকারপাথিয়া অঞ্চলে একটি মার্কিন ইলেকট্রনিক্স কারখানায় হামলায় অন্তত ১৫ জন আহত হয়েছে।
ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রিই সিবিহা জানান, রাশিয়া তাদের হামলায় হাইপারসনিক, ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। তিনি বলেন, এই হামলা প্রমাণ করে কেন যুদ্ধ বন্ধে কূটনৈতিক প্রচেষ্টা এখন এত জরুরি।
অন্যদিকে, প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে নিরপেক্ষ ইউরোপীয় দেশে বৈঠকের ইচ্ছা প্রকাশ করেছেন। তিনি সুইজারল্যান্ড, অস্ট্রিয়া কিংবা ইস্তাম্বুলের নাম উল্লেখ করলেও হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টকে অনুপযুক্ত বলে মত দিয়েছেন। তার মতে, হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান রাশিয়ার ঘনিষ্ঠ হওয়ায় এ শহর আলোচনার স্থান হিসেবে গ্রহণযোগ্য নয়।
এর আগে আলাস্কায় ট্রাম্প-পুতিন বৈঠকের পর যুক্তরাষ্ট্রে ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রেসিডেন্ট জেলেনস্কি। ট্রাম্প প্রথমে ত্রিপক্ষীয় আলোচনার কথা বললেও পরে মত বদলে জানান, রাশিয়া-ইউক্রেনের সরাসরি আলোচনাই ফলপ্রসূ হতে পারে। বিশ্লেষকরা মনে করছেন, এই ভয়াবহ হামলা যুদ্ধের পরিসর পশ্চিম ইউক্রেন পর্যন্ত বিস্তৃত করেছে।