বিতর্কিত কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল আবারও কনসার্ট মঞ্চে ফিরতে যাচ্ছেন। নানা সময়ে ব্যক্তিগত জীবন ও আচরণ নিয়ে আলোচনায় থাকা এ শিল্পী এবার নতুন চেহারায় দর্শকের সামনে হাজির হতে চান। রংপুরের গঙ্গাচড়ায় আয়োজিত হতে যাওয়া এক কনসার্টে অংশ নেবেন তিনি। এ উপলক্ষে আয়োজকদের কাছে পাঠানো একটি ভিডিও বার্তায় নিজের উপস্থিতির কথা জানিয়েছেন নোবেল।
ভিডিওতে দেখা যায়, নোবেলের চেহারায় বেশ পরিবর্তন এসেছে। মাথায় লম্বা চুল রেখেছেন তিনি। এমন ভিন্ন লুকে অনেকেই তাকে চিনতে পারেননি। ভিডিও বার্তায় নোবেল বলেন, “হ্যালো গঙ্গাচড়াবাসী, আমি নোবেল। আসছি ২ সেপ্টেম্বর, মঙ্গলবার রংপুর গঙ্গাচড়ায়। জুলাই ৩৬ গোল্ডকাপ বিজয় সংবর্ধনা অনুষ্ঠানে দেখা হবে। স্থান—গঙ্গাচড়া উপজেলা পরিষদ মাঠ। আমি আসছি, আপনারা আসছেন তো? দেখা হবে গানে গানে।”
নোবেলের কনসার্টে ফেরা ঘিরে দর্শকদের মধ্যে ইতোমধ্যেই কৌতূহল তৈরি হয়েছে। তবে অতীতের কিছু বিতর্কিত ঘটনার কারণে অনেকেই সমালোচনাও করছেন। এর আগে কুড়িগ্রামে এক কনসার্টে মাতাল অবস্থায় অংশগ্রহণ করায় নোবেলকে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছিল।
এ ছাড়া কিছুদিন আগে রাজধানীর কল্যাণপুরে মদ্যপ অবস্থায় এক উবার চালককে মারধরের অভিযোগে পুলিশ তাকে আটক করে। পরবর্তীতে জামিনে মুক্তি পেয়ে আবার আলোচনায় আসেন এই শিল্পী। তবে সব বিতর্ক পেছনে ফেলে এবার মঞ্চে গান দিয়েই দর্শকদের মন জয় করতে চান তিনি। গঙ্গাচড়ার কনসার্ট তার নতুন করে আত্মপ্রকাশের সুযোগ তৈরি করবে বলে আশা করছেন আয়োজকরা।