Ridge Bangla

কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির বাবা গ্রেপ্তার

বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা ও আন্দোলনকারীদের হত্যার অভিযোগে দায়ের হওয়া এক মামলায় গ্রেপ্তার হয়েছেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির বাবা এবং মাইটিভির চেয়ারম্যান মো. নাসির উদ্দীন সাথী। রোববার (১৭ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, ডিবির ওয়ারী বিভাগের একটি টিম বিশেষ অভিযান চালিয়ে গুলশান এলাকায় নাসির উদ্দীনের নিজ বাসা থেকে তাকে আটক করে। ডিবি সূত্র জানায়, যাত্রাবাড়ী থানায় দায়ের হওয়া একটি নিয়মিত মামলার আসামি তিনি। মামলাটি গত বছরের ৩০ আগস্ট দায়ের করা হয়, যা বর্তমানে তদন্ত করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

মামলার এজাহার অনুযায়ী, প্রধান আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী ও স্বৈরশাসক শেখ হাসিনাকে। তালিকায় দ্বিতীয় আসামি সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং তৃতীয় আসামি সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন। মোট ২৫ জনকে এ মামলায় আসামি করা হয়েছে। এর মধ্যে ১১ নম্বরে আছেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি এবং ২২ নম্বরে তার বাবা নাসির উদ্দীন সাথী। এ ছাড়াও অজ্ঞাত আরও প্রায় ১৫০ জনকে আসামি করা হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, মামলার তদন্ত অগ্রসর করতে গ্রেপ্তার হওয়া আসামিদের জিজ্ঞাসাবাদ করা হবে এবং ঘটনাটির সঙ্গে কারা সরাসরি সম্পৃক্ত ছিলেন তা খতিয়ে দেখা হচ্ছে। এই মামলাকে ঘিরে রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মাধ্যমে নানা আলোচনা চলছে। বিশেষ করে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির পরিবারের নাম আসায় ঘটনাটি ব্যাপক সাড়া ফেলেছে।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন