অস্ট্রেলিয়ার ইতিহাসে প্রথমবারের মতো কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়া নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে। এর এক সপ্তাহ আগে থেকেই দেশটির ১৬ বছরের নিচের ব্যবহারকারীদের ইনস্টাগ্রাম, ফেসবুক, থ্রেডস থেকে সরিয়ে দিচ্ছে মেটা। গত মাসে সংস্থাটি জানায়, ১৩ থেকে ১৫ বছর বয়সী ব্যবহারকারীদের ৪ ডিসেম্বর থেকে অ্যাকাউন্ট বন্ধ হওয়ার নোটিশ পাঠানো হয়েছে।
এতে অন্তত দেড় লাখ ফেসবুক এবং ৩ লাখ ৫০ হাজার ইনস্টাগাউন্ট এই কার্যক্রমের আওতায় আসবে বলে ধারণা করা হচ্ছে। থ্রেডস অ্যাপ শুধুমাত্র ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মাধ্যমে ব্যবহৃত হওয়ায় এটিও একই নিয়মের আওতায় পড়েছে।
আগামী ১০ ডিসেম্বর অস্ট্রেলিয়ার বিশ্বের প্রথমবারের মতো এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। আইন ভঙ্গ করলে সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলোকে গুনতে হতে পারে ৪৯.৫ মিলিয়ন অস্ট্রেলীয় ডলার পর্যন্ত জরিমানা।
মেটা বলছে, আইন মানতে তারা বদ্ধপরিকর, তবে আরও কার্যকর সমাধানের জন্য অ্যাপ স্টোরগুলোকে ডাউনলোডের সময় বয়স যাচাই ও ১৬ বছরের নিচেরদের ক্ষেত্রে অভিভাবকের অনুমতি নিশ্চিত করার দায়িত্ব দেওয়া উচিত।
অ্যাকাউন্ট বন্ধ হওয়ার আগে কিশোররা তাদের পোস্ট, ভিডিও ও মেসেজ ডাউনলোড করে রাখতে পারবে। কেউ যদি মনে করে তাকে ভুলভাবে ১৬ বছরের নিচে ধরা হয়েছে, তবে তারা ভিডিও সেলফি বা সরকারি পরিচয়পত্র দিয়ে বয়স পুনঃনিরীক্ষার আবেদন করতে পারবে।