Ridge Bangla

কঠিন শর্ত আরোপ করে ট্রাম্পকে নোবেলের জন্য মনোনয়ন দেবেন হিলারি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শর্ত সাপেক্ষে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দেওয়ার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন।

তিনি বলেছেন, যদি ইউক্রেনের কোনও ভূখণ্ড রাশিয়াকে না দিয়ে ট্রাম্প রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতি চুক্তি করতে পারেন তাহলে তাকে মনোনয়ন দেবেন তিনি।

শুক্রবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলাস্কায় এক ঐতিহাসিক বৈঠকে বসেন ট্রাম্প। ধারণা করা হয়েছিল, পুতিনের কাছ থেকে অন্তত যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি আদায় করতে পারবেন ট্রাম্প। তবে এই শান্তি প্রক্রিয়ায় যেন ইউক্রেনকে কোনো ভূখণ্ড ছাড়তে না হয়, সেটি অবশ্যই নিশ্চিত করতে হবে। খবর এনডিটিভির।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের কয়েক ঘণ্টা আগে হিলারি এ মন্তব্য করেন। তিনি বলেন, “যদি ট্রাম্প যুদ্ধ বন্ধ করতে পারেন, যদি ইউক্রেন কোনো ভূখণ্ড হারাতে না হয় এবং তিনি সত্যিই পুতিনের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিতে পারেন, তাহলে আমার বিশ্বাস আমি তাকে নোবেল পুরস্কারের জন্য মনোনীত করবো।”

পুতিনের সঙ্গে বৈঠক প্রসঙ্গে হিলারির মন্তব্য, “ট্রাম্প তার বন্ধুর সঙ্গে নয়, এমন এক প্রতিপক্ষের সঙ্গে দেখা করছেন, যিনি যুক্তরাষ্ট্র ও পশ্চিমা মিত্রদের ধ্বংস করতে চান।”

অন্যদিকে, এয়ারফোর্স ওয়ান থেকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, তার ধারণা পুতিনের সঙ্গে বৈঠকটি ফলপ্রসূ হবে। পরে একটি ভিডিও পোস্ট করে তিনি বলেন, “আমি চাই দ্রুত যুদ্ধবিরতি কার্যকর হোক।”

উল্লেখ্য, ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হিলারি ক্লিনটনকে পরাজিত করেছিলেন ট্রাম্প। সে সময় নির্বাচনী প্রচারণায় পুতিনের প্রশংসা করায় হিলারি প্রকাশ্যে ট্রাম্পকে সমালোচনা করেছিলেন। যদিও তখন রাশিয়া-ইউক্রেন সংঘাত শুরু হয়নি। হিলারির ভাষায়, “ট্রাম্প পুতিনের মতো স্বৈরশাসকদের প্রশংসা করেন, অথচ আমাদের মিত্রদের সঙ্গে লড়াই করেন।”

আরো পড়ুন