Ridge Bangla

কটাক্ষের শিকার আলিয়া ভাট

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট সম্প্রতি চণ্ডীগড় বিভাগের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর একটি মাদকবিরোধী প্রচারমূলক ভিডিওতে অংশগ্রহণের পর বিতর্কের মুখে পড়েছেন। অভিনেত্রী দীর্ঘদিন ধরেই অভিনয় দক্ষতার জন্য প্রশংসিত হলেও এই ভিডিওটি সামাজিক মাধ্যমে প্রকাশের সঙ্গে সঙ্গে তীব্র সমালোচনার ঝড় ওঠে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ভিডিওতে আলিয়া বলেন, “হ্যালো বন্ধুরা, আজ আমি একটি গুরুতর বিষয় নিয়ে কথা বলব, মাদকাসক্তি এবং এটি আমাদের জীবন, সমাজ ও জাতির জন্য কীভাবে হুমকি সৃষ্টি করছে। মাদকবিরোধী এই অভিযানে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোকে সমর্থন করুন। জীবনকে হ্যাঁ বলুন, মাদককে না বলুন। নিচের লিংক বা কিউআর কোড স্ক্যান করে ই-প্রতিজ্ঞা নিন এবং এনসিবির সঙ্গে যুক্ত হোন। জয় হিন্দ।”

ভিডিওটি প্রকাশের পরই নেটিজেনরা আলিয়াকে কটাক্ষ করতে শুরু করেন। অনেকেই প্রশ্ন তুলেছেন, মাদক নিয়ে সচেতনতা দেওয়ার আগে আলিয়া কি নিজের চারপাশের সম্পর্ক ও অতীত বিষয়ে সতর্ক ছিলেন কি না। ট্রোলিং এতটা বৃদ্ধি পায় যে, ভিডিওর মন্তব্য করার অপশন বন্ধ করতে হয়। চণ্ডীগড় এনসিবির অন্যান্য পোস্টে মন্তব্য খোলা থাকলেও এই ভিডিওর জন্য তা বন্ধ রাখা হয়।

তবুও নেটিজেনরা থামেননি। ‘কোট-টুইট’ এবং সামাজিক মিডিয়ায় আলিয়ার ভিডিওকে ‘বিদ্রূপাত্মক’ বা ‘মজার’ হিসেবে ব্যঙ্গ করা হয়। মূলত একটি গঠনমূলক সামাজিক বার্তা দেওয়ার চেষ্টা থাকা সত্ত্বেও আলিয়া ভাটের উপস্থিতি ভিডিওটিকে বিতর্কিত করে তুলেছে। বিশেষত বলিউড এবং মাদক বিষয়ক অতীত বিতর্ক এখনও মানুষের মনে তাজা থাকায় ভিডিওটি আরও বেশি সমালোচনার মুখে পড়ে।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন