কক্সবাজারের উখিয়া, টেকনাফ, রামু এবং বান্দরবানের নাইক্ষ্যংছড়ি এলাকায় গত এক বছরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক জব্দ ও ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ধ্বংস করা মাদকের আনুমানিক মূল্য ১ হাজার ৩২১ কোটি ৯০ লাখ ৫৯ হাজার ১১৬ টাকা।
বুধবার (১৩ আগস্ট) দুপুরে বিজিবি কক্সবাজার রিজিয়ন কার্যালয়ের মাঠে আনুষ্ঠানিকভাবে ধ্বংস কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে ধ্বংস করা হয় ২ কোটি ৩৩ হাজার ৯৪৯ পিস ইয়াবা বড়ি, ১৪০ কেজি ক্রিস্টাল মেথ আইস, ২৬ কেজি হেরোইন, ১৬৯ বোতল ফেন্সিডিল, ৫২ কেজি ৮০০ গ্রাম গাজা, ৪ কেজি ৪০৫ গ্রাম কোকেন, ২ বোতল হুইস্কি, ৬১ হাজার ৪৯১ ক্যান বিয়ার, ২২ হাজার ১৫৫ বোতল বিদেশি মদ, ১,৮০০ লিটার বাংলা মদ, ১৯২ ক্যান কমান্ডো এনার্জি ড্রিংক, ৫৪০ কৌটা বার্মিজ জর্দা এবং ৩ লাখ ৩৭ হাজার ৬৪২ প্যাকেট সিগারেট।
ধ্বংস কার্যক্রমে প্রধান অতিথি ছিলেন বিজিবি কক্সবাজার রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকসার খান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কক্সবাজার অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার আবু সালেহ মোহাম্মদ ওবায়দুল্লাহ, জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফউদ্দিন শাহীন, র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাহীদুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তা।
বিজিবি জানিয়েছে, ধ্বংসকৃত মাদকসমূহ জব্দের পর নিয়ম অনুযায়ী ধ্বংস করা হয়েছে। এই অভিযান স্থানীয় ও সীমান্তবর্তী অঞ্চলে মাদক ব্যবসা দমন এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্যে পরিচালিত হয়েছে। কর্মকর্তারা আরও জানিয়েছেন, সীমান্ত পাহারায় কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে, যাতে মাদক পাচারকারীরা কোনো সুযোগ পায় না। এ ধরনের নিয়মিত অভিযান দেশের মাদক সমস্যা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে তারা মনে করেন।