Ridge Bangla

কক্সবাজারে বাস-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল ৪ জনের

কক্সবাজারের রামুতে বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে। সোমবার (২৫ আগস্ট) সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজন মারা যান।

রোববার (২৪ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামু স্বপ্নতরী পার্ক সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই প্রাণ হারান সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ইয়াছিন আহমেদ (৩৫) ও তার শিশু সন্তান ইয়াজান। গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হন আইনজীবীর মা সালমা আহমেদ (৬০), বোন সুমাইয়া (৩৩) সহ আরও কয়েকজন। তবে সোমবার সকালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় সালমা আহমেদ ও সুমাইয়া মারা যান। এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়াল চারজনে। আহতদের মধ্যে আরও কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

তুলাতুলী ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন কালবেলাকে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বেপরোয়া গতির কারণে এ দুর্ঘটনা ঘটেছে। সংঘর্ষে প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই আইনজীবী ও তার শিশুপুত্র মারা যান। আহতদের দ্রুত উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি আরও জানান, দুর্ঘটনায় আহত চারজনের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে এবং বাকিদের চিকিৎসা চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। স্থানীয়রা বলছেন, মহাসড়কে দ্রুতগতির যানবাহন ও পর্যাপ্ত মনিটরিং না থাকায় প্রায়ই এমন দুর্ঘটনা ঘটছে।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন