Ridge Bangla

কক্সবাজারে বড়শিতে ধরা পড়ল ৩৪ কেজির দুই কোরাল মাছ

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ নাফ নদীতে এক জেলের বড়শিতে ধরা পড়েছে দুটি বিশাল কোরাল মাছ, যাদের মোট ওজন ৩৪ কেজি ৫০০ গ্রাম। মাছ দুটি ৪১ হাজার টাকায় বিক্রি হয়েছে।

শনিবার (৯ আগস্ট) দুপুরে শাহপরীর দ্বীপ দক্ষিণপাড়া এলাকার জেলে নুর মোহাম্মদের বড়শিতে মাছ দুটি ধরা পড়ে। তিনি জানান, সকাল থেকে নাফ নদীর মোহনায় ঘোলার চর এলাকায় বড়শি ফেলেন। প্রায় তিন ঘণ্টা পর প্রথমে একটি কোরাল মাছ এবং পরে আরেকটি ধরা পড়ে, যার ওজন ছিল প্রায় ২২ কেজি।

নুর মোহাম্মদ বলেন, “বড়শি টেনে তোলার সময় এটি খুব ভারী মনে হয়েছিল, একাই তোলা সম্ভব হয়নি।” তিনি জানান, মাছ দুটি টেকনাফ পৌরসভার মাছ ব্যবসায়ী আজগর আলীর কাছে কেজি প্রতি ১,২০০ টাকায় বিক্রি করেছেন।

মাছ ব্যবসায়ী আজগর আলী জানান, সাম্প্রতিক সময়ে নাফ নদীতে বড় কোরাল মাছ জেলেদের বড়শিতে ধরা পড়ছে এবং এসব মাছের চাহিদা চট্টগ্রামে বেশি। মাছ দুটি বরফে সংরক্ষণ করে চট্টগ্রাম ফিশারিঘাটে পাঠানো হবে।

টেকনাফ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, নাফ নদীর কোরাল মাছ সুস্বাদু হওয়ায় জেলেরা ভালো দাম পাচ্ছেন। সরকারি নিষেধাজ্ঞা ও প্রজনন মৌসুম মেনে চলায় নদীতে বড় কোরাল মাছের সংখ্যা বেড়েছে।

আরো পড়ুন