Ridge Bangla

কক্সবাজারের পানিতে নামলে শরীর চুলকায়: নায়লা নাঈম

এক সময়ের আলোচিত মডেল ও অভিনেত্রী নায়লা নাঈম সম্প্রতি কক্সবাজার সমুদ্রের সঙ্গে তার ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করেছেন। সোমবার (৬ অক্টোবর) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি জানান, কক্সবাজারের সমুদ্রের পানিতে নামলেই তার শরীর চুলকাতে শুরু করে।

নায়লা লিখেছেন, “জীবনে এখন পর্যন্ত কমপক্ষে ৫০ বার কক্সবাজারে ঘুরতে বা শুটিংয়ে গিয়েছি। এর মধ্যে হাতে গোনা মাত্র ৩-৪ বারই সমুদ্রে নামেছি। প্রথমত, মানুষের অতিরিক্ত ভিড় এবং দ্বিতীয়ত, কিছুক্ষণ পানিতে নামার পরই শরীর চুলকায়।” তিনি উল্লেখ করেন, তবে দেশের বাইরে গেলে যে কোনো বিচে নামার জন্য তিনি সবসময় আগ্রহী।

পোস্টের সঙ্গে তিনি ‘বিচ গার্ল এট দ্যা বিচ’ শিরোনামে ১২টি ছবি শেয়ার করেছেন, যা মুহূর্তেই নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করেছে।

নায়লা নাঈম ২০১৩ সালের শেষ দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় উপস্থিতির মাধ্যমে প্রথম আলোচনায় আসেন। এরপর বিজ্ঞাপনচিত্র, মিউজিক ভিডিও ও নাটকে কাজ করে তিনি শোবিজে নিজের অবস্থান মজবুত করেন। বিশেষ করে গ্রামীণফোনের একটি বিজ্ঞাপনের মাধ্যমে তার চলচ্চিত্রজগতের অভিষেক ঘটে।

বর্তমানে নায়লা অভিনয়ের পাশাপাশি নিজের মূল পেশা দাঁতের চিকিৎসক হিসেবেও সময় দিচ্ছেন। তিনি জানান, শোবিজের কাজ এখনও করেন, তবে মূলত চিকিৎসা ক্ষেত্রে বেশি সময় ব্যয় করেন। কক্সবাজারের সঙ্গে তার এই ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করায় ভক্ত ও নেটিজেনরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৬

আরো পড়ুন