জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ জাতীয় জাদুঘরে দিনব্যাপী বিশেষ কর্মসূচির আয়োজন করেছে সাংস্কৃতিক সংগঠন দৃশ্যমাধ্যম সমাজ। আগামীকাল শনিবার (২ আগস্ট) সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে এই অনুষ্ঠান।
‘কইলজ্যা কাঁপানো ৩৬ দিন’ শিরোনামের এই আয়োজনে থাকছে ফ্যাসিবাদবিরোধী চলচ্চিত্র, আলোকচিত্র ও পোস্টার প্রদর্শনী, নাটক, আলোচনা সভা, সংগীতানুষ্ঠান এবং কবিতাপাঠ।
সংগঠনটির পক্ষ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘জুলুমের বিরুদ্ধে, মজলুমের পক্ষে’ অবস্থান নিয়ে এক ভয়হীন, ন্যায্য ও মানবিক মর্যাদাসম্পন্ন বাংলাদেশ গড়ার প্রত্যাশা থেকেই দৃশ্যমাধ্যম সমাজের যাত্রা শুরু হয়েছিল জুলাই গণঅভ্যুত্থানের সময় থেকেই।
এই কর্মসূচিতে অংশ নেবেন শহীদ পরিবারের সদস্যরা, বিশিষ্ট চিন্তক, শিক্ষক, চলচ্চিত্র নির্মাতা, আলোকচিত্রী, থিয়েটারকর্মী, লেখক, সংগীত ও অভিনয়শিল্পী, পাশাপাশি রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মীসহ নানা শিল্পমাধ্যমের প্রতিনিধি।
আয়োজকেরা এই সম্মিলনকে সাংস্কৃতিক প্রতিরোধের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে উল্লেখ করেছেন। তাদের ভাষায়, “ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ের নতুন রূপরেখা নির্মাণের প্রয়াসে এ সম্মিলনের আয়োজন।”
তারা আরও বলেন, সাংস্কৃতিক মাধ্যমে স্মরণ ও প্রতিবাদের এই আয়োজন দেশের গণঅভ্যুত্থানের ইতিহাসকে জীবন্ত রাখবে এবং ভবিষ্যতের জন্য একটি ন্যায্য ও মানবিক সমাজ বিনির্মাণে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করবে।