Ridge Bangla

ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ, ডিসেম্বরেই শেষ হবে নির্মাণকাজ

ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক শাহজাহান মিয়া জানিয়েছেন, স্মৃতিস্তম্ভের পাইলিং কাজ এখন প্রায় শেষ পর্যায়ে রয়েছে। চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই পুরো নির্মাণকাজ সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।

রোববার (১২ অক্টোবর) ওসমানী উদ্যানে ছাত্র-জনতার জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের স্মরণে আয়োজিত ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ডিএসসিসির পক্ষ থেকে জানানো হয়েছে, স্থানীয় সরকার বিভাগের অর্থায়নে ৪৬ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে এই স্মৃতিস্তম্ভ নির্মাণের কাজ বাস্তবায়ন করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। জুলাই গণ-অভ্যুত্থানের শহিদদের স্মরণে এবং জুলাইয়ের চেতনা অম্লান রাখতে এই স্মৃতিস্তম্ভ নির্মিত হচ্ছে।

পরিকল্পনা অনুযায়ী, জুলাই স্মৃতিস্তম্ভটি একটি বৃত্তাকার বেদির ওপর নির্মিত হবে। স্তম্ভটির দুই পাশে চারটি করে মোট আটটি আয়তাকার পারসিভড কলাম এবং মাঝখানে থাকবে একটি স্বতন্ত্র বৃত্তাকার কলাম, যার উচ্চতা হবে ৯০ ফুট। স্মৃতিস্তম্ভে প্রবেশের জন্য থাকবে দুটি প্রবেশপথ এবং প্রবেশমুখে নির্মিত হবে একটি এপিটাফ। পুরো এলাকাজুড়ে রোপণ করা হবে কৃষ্ণচূড়া ও অন্যান্য বৃহদাকার ফুলগাছের চারা।

অনুষ্ঠানে শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয় এবং ঔষধি বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়। এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদীসহ স্থানীয় সরকার বিভাগ ও ডিএসসিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৫

আরো পড়ুন