দুই ম্যাচের টেস্ট সিরিজে ক্যারিবীয়দের হোয়াইটওয়াশ করলো শুভমান গিলের দল। দিল্লি টেস্টে চতুর্থ দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল ভারত। মঙ্গলবার (১৪ অক্টোবর) অরুণ জেটলি স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় ও শেষ টেস্টের পঞ্চম দিনে ওয়েস্ট ইন্ডিজকে ৭ উইকেটে হারায় ভারত। এই জয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজে স্বাগতিকদের কাছে ২–০ ব্যবধানে হোয়াইটওয়াশ হলো ক্যারিবীয়ানরা।
দিল্লি টেস্টের প্রথম ইনিংসে যশস্বী জয়সওয়াল ও অধিনায়ক গিলের সেঞ্চুরিতে ৫ উইকেট হারিয়ে ৫১৮ রান সংগ্রহ করে ইনিংস ঘোষণা করে ভারত। জবাবে ব্যাট করতে নেমে কুলদ্বীপ যাদবের ঘূর্ণিতে মাত্র ২৪৮ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। ৫ উইকেট শিকার করেন এই স্পিনার।
ফলো–অনে পড়ে দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ ৩৯০ রানের পুঁজি গড়ে। এতে ভারতের লক্ষ্য দাঁড়ায় ১২১ রান, যা ভারত সহজেই অতিক্রম করে। ভারতের টেস্ট অধিনায়ক হিসেবে শুভমান গিলের এটাই প্রথম সিরিজ জয়।