Ridge Bangla

ওয়েস্টার্ন লুকে গ্ল্যামার গার্ল তাসনিয়া ফারিণ

নাটক, ওয়েব ফিল্ম ও ওয়েব সিরিজের পর এবার বড় পর্দায়ও নিজের ছাপ রেখেছেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। সর্বশেষ ঈদে মুক্তি পাওয়া সিনেমা ‘ইনসাফ’-এ তার অভিনয় দর্শকের মন জয় করেছে, পাশাপাশি নায়িকা হিসেবে তার ভাবমূর্তিও আরও সুস্পষ্ট করেছে। প্রাঞ্জল হাসি ও প্রাকৃতিক অভিনয়শৈলীর কারণে তিনি দর্শকপ্রিয় হয়ে উঠেছেন।

বাংলা সিনেমার পাশাপাশি ওপার বাংলার সিনেমাতেও অভিষেক ঘটেছে ফারিণের। শুধু অভিনয় নয়, সাদামাটা সাজ ও ন্যাচারাল লুকের জন্যও তিনি ভক্তদের কাছে সমান জনপ্রিয়। তবে সম্প্রতি এক ভিন্ন রূপে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী। সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে তার ওয়েস্টার্ন লুকের কিছু ছবি, যেখানে তিনি গ্ল্যামার গার্লে রূপান্তরিত হয়েছেন।

ছবিগুলোতে দেখা যায়, কালো সিকুইন সজ্জিত ক্রপ টপ ও হাইওয়েস্ট বটমে ফারিণ দারুণ আত্মবিশ্বাসী ভঙ্গিতে পোজ দিয়েছেন। ঝলমলে সিকুইন শ্রাগ, কানে সাদা পাথরের দুল, হালকা মেকআপ, স্টাইলিশ অর্নামেন্টস এবং মাথার ওপর কালো চশমা—সব মিলিয়ে তার সৌন্দর্য্য ও স্টাইলকে আরও বাড়িয়ে তুলেছে।

২০১৭ সালে নাটক ‘আমরা আবার ফিরব কবে’-এর মাধ্যমে ছোট পর্দায় অভিষেক হয় তাসনিয়া ফারিণের। এরপর তিনি তিনটি সিনেমায় অভিনয় করেছেন, যার মধ্যে টালিউডে তার অভিষেক ঘটে ‘আরও এক পৃথিবী’ ছবির মাধ্যমে। প্রতিভা ও স্টাইলের অনন্য সমন্বয়ে তিনি আজ ভক্তদের কাছে এক অভিনব প্রতিভা ও গ্ল্যামার প্রতীকে পরিণত হয়েছেন।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন