যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির রাজধানী ওয়াশিংটন থেকে গৃহহীনদের উচ্ছেদের ঘোষণা দিয়েছেন। সেই সঙ্গে অপরাধীদের জেলে পাঠানোর প্রতিশ্রুতিও দেন তিনি। যদিও ওয়াশিংটনের মেয়র যুক্তি দিয়েছেন, বর্তমানে অপরাধের কোনো বৃদ্ধি নেই। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প এ ঘোষণা দেন। খবর এনডিটিভির।
ট্রাম্প লেখেন, ‘গৃহহীনদের অবিলম্বে সরাতে হবে। থাকার জায়গা দেওয়া হবে, তবে রাজধানী থেকে অনেক দূরে। আর অপরাধীদের পাঠানো হবে কারাগারে।’ এই পোস্টের সঙ্গে তিনি রাজধানীর সড়কে থাকা তাঁবু ও আবর্জনার ছবি যুক্ত করেছেন। তার দাবি, এই পদক্ষেপ রাজধানীকে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি নিরাপদ ও সুন্দর করে তুলবে।
কোন আইনি ক্ষমতা ব্যবহার করে ট্রাম্প গৃহহীনদের সরাবেন, এ নিয়ে হোয়াইট হাউস এখনো কোনো ব্যাখ্যা দেয়নি। বর্তমানে প্রেসিডেন্টের নিয়ন্ত্রণ কেবল ফেডারেল জমি ও ভবনের ওপর সীমাবদ্ধ।
শহরের গৃহহীনতা নিয়ে কাজ করা প্রতিষ্ঠান কমিউনিটি পার্টনারশিপের হিসাব মতে, ওয়াশিংটনে গৃহহীন একক ব্যক্তির সংখ্যা ৩ হাজার ৭৮২। এর মধ্যে প্রায় ৮০০ জন খোলা আকাশের নিচে এবং বাকিরা জরুরি আশ্রয়কেন্দ্র বা অন্তর্বর্তীকালীন আবাসনে থাকেন।
হোয়াইট হাউসের একজন কর্মকর্তা জানিয়েছেন, ট্রাম্প প্রশাসনের একজন তরুণ কর্মীর ওপর সহিংস হামলার পর শহরে আরও আইন প্রয়োগকারী কর্মকর্তা মোতায়েন করা হচ্ছে। ঘটনাটি প্রেসিডেন্টকে ক্ষুব্ধ করেছিল।
তবে, ওয়াশিংটন ডিসির মেয়র মুরিয়েল বাউসারের দাবি, রাজধানীতে এখন অপরাধের সংখ্যা আগের তুলনায় কম। ২০২৫ সালের প্রথম সাত মাসে সহিংস অপরাধ কমেছে ২৬ শতাংশ এবং সামগ্রিক অপরাধ কমেছে প্রায় ৭ শতাংশ। তিনি আরও বলেন, প্রয়োজনে প্রেসিডেন্ট ন্যাশনাল গার্ড মোতায়েন করবেন শহরে।