Ridge Bangla

ওয়াশিংটন ডিসিতে ট্রাম্পবিরোধী বিক্ষোভ, ন্যাশনাল গার্ড মোতায়েন

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে অপরাধ ও গৃহহীনতা দমনের জরুরি ঘোষণা দিয়ে শহরটিতে ন্যাশনাল গার্ড মোতায়েন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে শহরের পুলিশ বাহিনীকে ফেডারেল নিয়ন্ত্রণে নেওয়ার জন্য হোম রুল অ্যাক্টের ৭৪০ ধারা ব্যবহার করেছেন তিনি। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথম কোনও প্রেসিডেন্ট ডিসি মেট্রো পুলিশকে সরাসরি ফেডারেল নিয়ন্ত্রণে আনতে এই হোম রুল অ্যাক্ট ব্যবহার করলেন।

ট্রাম্পের দাবি, অপরাধ বৃদ্ধির কারণে ফেডারেল কার্যক্রম হুমকির মুখে পড়েছে। তবে বিক্ষোভকারীরা মনে করেন, এটি অজুহাত মাত্র—রাজধানীর ওপর ফেডারেল নিয়ন্ত্রণ জোরদারের কৌশল।

ট্রাম্পের এই পদক্ষেপের প্রতিবাদে সোমবার হোয়াইট হাউসের কয়েক ব্লক দূরে বিক্ষোভকারীরা জড়ো হন। তারা ‘বু’ ধ্বনি দিয়ে তাঁর পদক্ষেপের বিরোধিতা করেন। ওয়াশিংটন ডিসির বাসিন্দাদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন ‘ফ্রি ডিসি’র নির্বাহী পরিচালক কেয়া চ্যাটার্জি জানান, ট্রাম্পের এই সিদ্ধান্ত দীর্ঘদিনের অবহেলিত বাসিন্দাদের অধিকারে আঘাত হানছে। তিনি এটিকে ‘নিরেট কর্তৃত্ববাদ’ বলে আখ্যায়িত করেন।

ওয়াশিংটন ডিসি কখনোই একটি পূর্ণাঙ্গ অঙ্গরাজ্যের মর্যাদা পায়নি। ১৯৭৩ সালের ‘হোম রুল আইন’ ডিসিকে কিছু স্বায়ত্তশাসন দিলেও কংগ্রেস এখনো স্থানীয় আইন ও বাজেট অনুমোদন করে থাকে। কৃষ্ণাঙ্গ সংখ্যাগরিষ্ঠ এই শহরে সমান অধিকারের বিষয়েও বিতর্ক রয়েছে।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন