Ridge Bangla

ঐক্যবদ্ধ থাকুন, মুখ দেখাদেখি যেন বন্ধ না হয় – তারেক রহমান

মতভেদ থাকলেও দেশ ও জনগণের স্বার্থে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার (৬ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিজয় র‍্যালির আগে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ আহ্বান জানান।

তারেক রহমান বলেন, “বিভিন্ন ইস্যুতে আমাদের মধ্যে মতভেদ থাকতে পারে। এসব মতভেদ আলোচনা ও সংলাপের মাধ্যমে সমাধান করতে হবে। তবে জাতীয় ইস্যু বা গণতন্ত্রের প্রশ্নে যেন রাজনৈতিক দলগুলোর মধ্যে মুখ দেখাদেখি বন্ধ না হয়। জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”

তিনি আরও বলেন, “ধর্ম, দর্শন, মত যার যার হতে পারে; কিন্তু রাষ্ট্র আমাদের সবার। তাই দেশ ও জনগণের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।”

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় নাগরিকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, “ফ্যাসিবাদের সময় আমরা কেউ নিরাপদ ছিলাম না। সন্তানরা নিরাপদ ছিল না, ভোটাধিকার ছিল না। গণতন্ত্র ও আইনের শাসন না থাকায় বাংলাদেশ এক বন্দিশালায় পরিণত হয়েছিল।”

তিনি উল্লেখ করেন, “চব্বিশের আন্দোলনের ফলে যে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সুযোগ এসেছে, তা কাজে লাগিয়ে রাজনৈতিক শক্তি গড়ে তুলতে হবে। জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করতে হবে। তাহলে ভবিষ্যতে আর কেউ ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করতে পারবে না, দেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করতে পারবে না। আর কোনো রক্তাক্ত চব্বিশ দেখতে হবে না।”

আরো পড়ুন