Ridge Bangla

এস আলম গ্রুপের ১৪ জনসহ ১৬ জনের বিদেশ যাত্রায় আদালতের নিষেধাজ্ঞা

মানি লন্ডারিং এবং জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে এস আলম গ্রুপ সংশ্লিষ্ট ১৪ জনসহ মোট ১৬ ব্যক্তির বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব। মঙ্গলবার (১৩ মে) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের ভিত্তিতে এ আদেশ দেওয়া হয়।

দুদকের উপপরিচালক তাহাসিন মুনাবীল হকের আবেদনে বলা হয়, এস আলম গ্রুপের সংশ্লিষ্ট ব্যক্তিরা বেনামি বিনিয়োগ ও ঋণের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করে বিদেশে পাচার করেছেন। তারা দেশত্যাগের চেষ্টা করছেন, যা চলমান অনুসন্ধানে ব্যাঘাত ঘটাতে পারে।

বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা পাওয়া ১৪ জন হলেন:

  • মো. আকিজ উদ্দিন (চেয়ারম্যানের পিএস)

  • এ বি এম মোজাম্মেল হক (সাবেক এমডি)

  • মো. নজরুল ইসলাম

  • মো. আলনার আলী

  • বেদার উল ইসলাম

  • মো. জসিম উদ্দিন

  • রোখসানা খাতুন

  • রবিয়া খাতুন

  • নাছির উদ্দিন

  • মুহাম্মদ সাইফু উদ্দিন

  • মো. গোলামুর রহমান

  • এস. এম জামাল উদ্দিন

  • হাসমত আরা বেগম

  • (নাম অপ্রকাশিত একজন)

এছাড়াও বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের এপিএস মো. রাশেদুল কাউসার ভূইয়া এবং তার স্ত্রী মোসা. লুৎফুন নাহারকে।

দুদকের উপসহকারী পরিচালক মিজানুর রহমানের আবেদনে উল্লেখ করা হয়, রাশেদুল কাউসার ভূইয়ার বিরুদ্ধে মাদক ব্যবসা, গরু পাচার, টেন্ডার ও বদলি বাণিজ্যসহ শত কোটি টাকার দুর্নীতির অভিযোগ রয়েছে এবং তিনি সপরিবারে দেশত্যাগের প্রস্তুতি নিচ্ছেন।

আরো পড়ুন