Ridge Bangla

এসএসসি পরীক্ষায় নকল সরবরাহ, শিক্ষকের ২ বছর কারাদণ্ড

ফেনীতে এসএসসি সমমানের দাখিল পরীক্ষায় পরীক্ষার্থীকে নকল সরবরাহ করার অপরাধে মো. ইউনুস নামের এক সহকারী শিক্ষককে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে এই দণ্ডাদেশ দেওয়া হয়।

ঘটনাটি ঘটে ফেনী আলিয়া কামিল মাদরাসা কেন্দ্রে। ফেনী সদর উপজেলার মটুয়া আদর্শ উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ইউনুস সেখানে এক পরীক্ষার্থীকে হাতে লেখা প্রশ্নোত্তর সরবরাহ করছিলেন। বেলা সাড়ে ১১টার দিকে কেন্দ্র পরিদর্শনে গিয়ে বিষয়টি হাতে-নাতে ধরে ফেলেন ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা নাসরিন।

পরবর্তীতে অভিযুক্ত শিক্ষকের সরবরাহ করা নকল ও পরীক্ষার্থীর উত্তরপত্র যাচাই করে ঘটনার সত্যতা নিশ্চিত হন ম্যাজিস্ট্রেট। মো. ইউনুস নিজের দোষ স্বীকার করায় তাকে তাৎক্ষণিকভাবে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়।

ইউএনও সুলতানা নাসরিন জানান, পরীক্ষা চলাকালে এমন অনৈতিক ও শাস্তিযোগ্য কাজ বরদাশত করা হবে না। পাবলিক পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসনের তৎপরতা অব্যাহত থাকবে।

আরো পড়ুন