Ridge Bangla

এসএসসিতে ১৩০০ নম্বরের মধ্যে ১২৮৫ পেয়ে ব্যতিক্রমী রেকর্ড নিবিড়ের

চট্টগ্রামের নাসিরাবাদ সরকারি উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী নিবিড় কর্মকার ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে ১ হাজার ৩০০ নম্বরের মধ্যে ১ হাজার ২৮৫ পেয়ে নজিরবিহীন সাফল্য অর্জন করেছেন। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এ বছর ১১ হাজার ৮৪৩ জন জিপিএ-৫ পেলেও এমন ব্যতিক্রমী নম্বর প্রাপ্তির ঘটনায় নিবিড়কে নিয়ে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে।

নিবিড়ের বাবা জীবন কর্মকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন, মা রিপা রায় একজন গৃহিণী। নিবিড়ের মূল বাড়ি নোয়াখালী জেলায় হলেও তিনি বড় হয়েছেন চট্টগ্রাম শহরে। তার সাফল্যের পেছনে স্কুলের নিয়মিত ক্লাস ও শিক্ষকদের সহানুভূতিশীল সহায়তাই বড় ভূমিকা রেখেছে বলে মনে করেন পরিবার ও শিক্ষকরা।

নিবিড়ের বাবা বলেন, “ছেলে শুধু স্কুলের দিকনির্দেশনা মেনেই পড়েছে। আমরা শুধু পড়াশোনার পরিবেশটা ঠিক রেখেছি।” মা রিপা রায় বলেন, “ওকে কোনো চাপ দিইনি। ও নিজে থেকেই পড়াশোনায় আগ্রহী ছিল। বিভিন্ন রচনা প্রতিযোগিতা, অলিম্পিয়াডেও অংশ নিত।”

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুর রহমান বলেন, “নিবিড় অত্যন্ত ভদ্র ও মনোযোগী শিক্ষার্থী। এ বছর স্কুলে সর্বোচ্চ নম্বর পেয়েছে সে।”

নিজের অনুভূতি জানিয়ে নিবিড় বলেন, “প্রতিটি পরীক্ষা শুরুর আগে নার্ভাস হয়ে যেতাম। কিন্তু মা–বাবা ও শিক্ষকরা সব সময় সাহস দিতেন। সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞ আমি। ভবিষ্যতে বুয়েটে ভর্তি হয়ে ইঞ্জিনিয়ারিং নিয়েই এগোতে চাই।”

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক পারভেজ সাজ্জাদ চৌধুরী জানান, “মেধা তালিকা প্রকাশ করা হয়নি। তবে নিবিড়ের ফলাফল অবশ্যই প্রশংসনীয় ও অনুপ্রেরণাদায়ক।”

আরো পড়ুন