Ridge Bangla

এশিয়া কাপ শেষে আফগানিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ

এশিয়া কাপ শেষে অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতে সীমিত ওভারের সিরিজ খেলবে বাংলাদেশ দল। জানা গেছে, সিরিজে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে। সেপ্টেম্বরে এশিয়া কাপ হবে আমিরাতে। এই টুর্নামেন্টের ব্যস্ততা শেষ হতেই শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ। সিরিজটি মূলত গেল বছরের পিছিয়ে যাওয়া সিরিজের অংশ।

২০২৪ সালের জুলাইয়ে দুই দলের দুটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল। পরবর্তীতে অতিরিক্ত ম্যাচ থাকার কারণে এই সিরিজটি পরবর্তীতে আয়োজনের শর্তে স্থগিত করা হয়েছিল।

আজ আফগানিস্তান ক্রিকেট বোর্ড এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দ্বিপক্ষীয় সিরিজ শুরু হবে ২ অক্টোবর প্রথম টি-টোয়েন্টি দিয়ে। পরের দুটি ম্যাচ যথাক্রমে ৪ ও ৬ অক্টোবর। এরপর ওয়ানডে সিরিজ শুরু হবে ৯ অক্টোবর, বাকি দুটি ম্যাচ হবে ১১ ও ১৪ অক্টোবর।

সিরিজ ঘিরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নাসীব খান। তিনি বলেছেন, “আমরা বাংলাদেশের বিপক্ষে সিরিজের আয়োজন করতে পেরে গর্বিত। এই সফর আমাদের পারস্পরিক সম্পর্কের দৃঢ়তা তুলে ধরে এবং নিরপেক্ষ ভেন্যুতেও বিশ্বমানের ক্রিকেট উপহার দেওয়ার অঙ্গীকারকে স্মরণ করিয়ে দেয়।”

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন