দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার এশিয়া কাপ ২০২৫ এর সুপার ফোরে ভারত-শ্রীলঙ্কা লড়াই রূপ নিল এক রুদ্ধশ্বাস নাটকে। নির্ধারিত ২০ ওভারে সমতায় গিয়ে ম্যাচ গড়ায় সুপার ওভারে, যেখানে জ্বলে উঠলেন ভারতের বাঁহাতি পেসার আর্শদীপ সিং। মাত্র দুই রান খরচ করে দুই উইকেট নিয়ে তিনি পুরো ম্যাচের দায়িত্ব সামলান, এনে দিলেন ভারতকে শ্বাসরুদ্ধকর জয়।
সুপার ওভারে ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব আস্থা রাখেন আর্শদীপের ওপর। প্রথম বলেই কুশল পেরেরাকে সাজঘরে ফেরান তিনি। এরপর শেষ ব্যাটার দাসুন শানাকাকে ডিপ থার্ডম্যানের হাতে কাটিয়ে দেন। দুই রানেই থামে শ্রীলঙ্কার সুপার ওভার ইনিংস। জবাবে প্রথম বলেই হাসারাঙ্গার ডেলিভারিকে এক্সট্রা কভারে পাঠিয়ে তিন রান নেওয়ার সঙ্গে সঙ্গে নিশ্চিত হয় ভারতের জয়।
নাটকীয়তা শুরু হয়েছিল শেষ ওভারের আগেও। শ্রীলঙ্কার শেষ ওভারে প্রয়োজন ছিল ১২ রান। ওপেনার পাথুম নিসাঙ্কা দুর্দান্ত সেঞ্চুরি (১০৭ রান, ৫৮ বল, ৭ চার, ৬ ছক্কা) খেললেও শেষ বলে প্রয়োজনীয় তিন রান নিতে ব্যর্থ হওয়ায় ম্যাচ গড়ায় সুপার ওভারে।
এর আগে ব্যাট হাতে ভারতের ভরসা ছিলেন অভিষেক শর্মা, যিনি মাত্র ৩১ বলে ৬১ রানের দাপুটে ইনিংস খেলেন। এছাড়া সঞ্জু স্যামসন ৩৯, তিলক ভর্মা অপরাজিত ৪৯ ও অক্ষর প্যাটেল ২১ রানের অবদানে ভারত দাঁড়ায় ২০২ রানের বিশাল লক্ষ্য। জবাবে শ্রীলঙ্কা নিশাঙ্কার সেঞ্চুরি এবং পেরেরার ঝোড়ো ব্যাটিংয়ে ২০০ রান সংগ্রহ করে।
এই রোমাঞ্চকর জয়ের ফলে ভারত ফাইনালে প্রবেশ করেছে, যেখানে তাদের প্রতিপক্ষ হবে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান।