এশিয়া কাপের জন্য স্কোয়াড ঘোষণা শুরু করেছে অংশগ্রহণকারী দেশগুলো। ইতোমধ্যে বাংলাদেশ তাদের স্কোয়াড প্রকাশ করেছে। এবার গ্রুপ পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ হংকংও তাদের ২০ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে। বাংলাদেশ ও আফগানিস্তানের বিপক্ষে ভালো পারফর্ম করার প্রত্যয়ে হংকং তাদের প্রস্তুতি শুরু করেছে।
বাছাই পর্ব পেরিয়ে পঞ্চমবারের মতো এশিয়া কাপে খেলতে যাচ্ছে দলটি। ২০২৪ এসিসি প্রিমিয়ার কাপে তৃতীয় প্লে-অফ ম্যাচে নেপালকে হারিয়ে এশিয়া কাপের টিকিট নিশ্চিত করে তারা। এর আগে ২০০৪, ২০০৮, ২০১৮ ও ২০২২ সালে টুর্নামেন্টে অংশ নিয়েছিল হংকং।
আসন্ন এই টুর্নামেন্টে খেলতে আগামী ২৪ আগস্ট সংযুক্ত আরব আমিরাতের বিমান ধরবে দলটি। এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)-এর নিয়ম অনুযায়ী, ক্রিকেটার, কোচিং স্টাফ ও সাপোর্ট স্টাফ মিলে মোট ২৫ জনের বহর নিয়ে এশিয়া কাপে অংশগ্রহণ করা যাবে। তবে অতিরিক্ত সদস্য নিতে হলে তাদের বোর্ডের খরচে যেতে হবে।
২০ জনের স্কোয়াড ঘোষণার কারণ ব্যাখ্যা করে হংকংয়ের প্রধান কোচ কুশল সিলভা বলেন, “এশিয়া কাপ দিয়েই আমাদের যাত্রা শুরু হচ্ছে। তাই আমরা কিছুটা বড় স্কোয়াড নিয়েছি। প্রত্যেক খেলোয়াড়কে তাদের জায়গার জন্য লড়তে হবে।” আগামী ৯ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে হংকং। এরপর ১১ সেপ্টেম্বর বাংলাদেশের মুখোমুখি তারা। গ্রুপপর্বের শেষ ম্যাচে ১৫ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে হংকং।
এশিয়া কাপের জন্য হংকং স্কোয়াড: ইয়াসিম মুর্তজা (অধিনায়ক), বাবর হায়াত (সহঅধিনায়ক), জিসান আলী, নিজাকাত খান, নাসরুল্লাহ রানা, মার্টিন কোয়েটজি, আনশুমান রাঠ, এহসান খান, মার্ক চাল্লু, আশিষ শুকলা, আইজাজ খান, আতিক উল রেহমা, কিঞ্চিত শাহ, আদিল মেহমুদ, আনাস খান, হারুন মোহাম্মদ আরশাদ, আলি হাসান, শহীদ ওয়াসিফ, গাজানফার মোহাম্মদ ও মোহাম্মদ ওয়াহিদ।