Ridge Bangla

এশিয়া কাপের জন্য বাংলাদেশের ২৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা

আসন্ন এশিয়া কাপ ২০২৫ এবং ‘এ’ দলের অস্ট্রেলিয়া সফর সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সোমবার ২৫ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে। স্কোয়াডে অধিনায়ক হিসেবে আছেন উইকেটকিপার-ব্যাটার লিটন দাস। দলে ফিরেছেন অভিজ্ঞ ক্রিকেটার সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্ত।

এবারের এশিয়া কাপ ৯ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে। প্রাথমিক দলে ডাক পাওয়া খেলোয়াড়দের ৬ আগস্ট মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রিপোর্ট করতে বলা হয়েছে। স্কিল ট্রেনিং শুরু হবে ১৫ আগস্ট, এবং ২০ আগস্ট থেকে সিলেটে শুরু হবে ক্যাম্প। কোচিং স্টাফরা ক্যাম্পে যোগ দেবেন ১১–১২ আগস্টের মধ্যে।

এশিয়া কাপের প্রস্তুতি হিসেবে নেদারল্যান্ডসের বিপক্ষে একটি তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের পরিকল্পনা রয়েছে বিসিবির। সিরিজটি অনুষ্ঠিত হতে পারে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে, যদিও আনুষ্ঠানিক সূচি এখনো প্রকাশ করা হয়নি। ধারণা করা হচ্ছে, ডাচরা বাংলাদেশে আসবে ২৬ আগস্ট।

এই প্রাথমিক দলে জায়গা পেয়েছেন অস্ট্রেলিয়া সফরের বাংলাদেশ ‘এ’ দলের পাঁচ ক্রিকেটার—নুরুল হাসান সোহান, মোহাম্মদ নাঈম শেখ, সাইফ হাসান, হাসান মাহমুদ ও মাহিদুল ইসলাম অঙ্কন। তবে তারা বৃহস্পতিবারই ঢাকা ছাড়ছেন, ফলে ফিটনেস ক্যাম্পে অংশ নিতে পারবেন না। যদিও এশিয়া কাপের চূড়ান্ত দলে তাদের বিবেচনায় রাখা হবে।

উল্লেখযোগ্য বিষয় হলো, এই প্রাথমিক দলে জাতীয় দলে একেবারে নতুন কোনো মুখ নেই। অঙ্কন ছাড়া দলে থাকা সবাই বাংলাদেশের হয়ে টি–টোয়েন্টি খেলেছেন।

বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ খেলবে ১১ সেপ্টেম্বর, প্রতিপক্ষ হংকং। গ্রুপ পর্বে এরপর প্রতিপক্ষ শ্রীলংকা ও আফগানিস্তান। সব ম্যাচই হবে আবুধাবিতে।

এশিয়া কাপের প্রাথমিক টি-টোয়েন্টি দল:

লিটন দাস, তানজিদ হাসান তামিম, মোহাম্মদ নাইম শেখ, সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, শামীম হোসেন পাটোয়ারী, নাজমুল হোসেন শান্ত, রিশাদ হোসেন, মাহেদি হাসান, তানভীর ইসলাম, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ সাইফউদ্দিন, নাহিদ রানা, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, নুরুল হাসান সোহান, মাহিদুল ইসলাম অঙ্কন ও সাইফ হাসান।

আরো পড়ুন