Ridge Bangla

এশিয়ার সেরা দশে বাংলাদেশের চলচ্চিত্র ‘বেতার’

বাংলাদেশের চলচ্চিত্র ‘বেতার’ আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে। আন্তর্জাতিক স্ক্রিপ্ট ডেভেলপমেন্ট প্ল্যাটফর্ম ওয়েস্ট মিটস ইস্ট স্ক্রিনপ্লে ল্যাব ২০২৬-এ এশিয়ার সেরা ১০টি প্রজেক্টের একটি হিসেবে নির্বাচিত হয়েছে এই চলচ্চিত্র। পরিচালক আহসান স্মরণ ও প্রযোজক ইমন বিন আনোয়ারর হাত ধরে তৈরি ‘বেতার’ আগামী ২০২৬ সালের জানুয়ারি মাসে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।

চলচ্চিত্রটি মূলত সামাজিক-রাজনৈতিক স্যাটায়ার, যা বাংলাদেশের মানুষের দৈনন্দিন জীবন ও গল্পকে নতুন দৃষ্টিকোণ থেকে তুলে ধরবে। এর সৃজনশীল নির্মাণ ও মৌলিক গল্প বলার দক্ষতা এই আন্তর্জাতিক স্বীকৃতির পেছনে মূল কারণ।

পরিচালক আহসান স্মরণ বলেন, “বেতার আমাদের মাটির গল্প। আমাদের দেশ, মানুষ আর সরলতার প্রতিফলন। তবে এর অন্তর্নিহিত বার্তা সম্পূর্ণভাবে বৈশ্বিক। আমরা চেষ্টা করব কিছু নতুন ও ভিন্নধর্মী উপস্থাপন করতে।”

প্রযোজক ইমন বিন আনোয়ার জানিয়েছেন, চলচ্চিত্রটি বর্তমানে ডেভেলপমেন্ট পর্যায়ে রয়েছে। তিনি বলেন, “ল্যাবে অংশগ্রহণ ‘বেতার’-কে আন্তর্জাতিক কো-প্রোডাকশন, ফান্ডিং এবং ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে নতুন সুযোগের দ্বার খুলে দিতে পারে।”

এ বছর ‘বেতার’ ছাড়াও বাংলাদেশের আরও দুটি প্রজেক্ট এই ল্যাবের জন্য নির্বাচিত হয়েছে। এছাড়া চীন, ফিলিপাইন, ভারত, নেপাল, কাজাখস্তান ও কিরগিস্তান থেকে একটি করে প্রজেক্ট অংশ নিচ্ছে।

ল্যাবের অংশগ্রহণকারীদের নির্বাচন করেছেন বিশ্বের বিভিন্ন দেশের খ্যাতনামা নির্মাতা ও প্রযোজকের সমন্বয়ে গঠিত জুরি প্যানেল। জুরিদের মধ্যে রয়েছেন ইনগ্রিড লিল হোগটুন ও আজি হফার্ট (নরওয়ে), ইয়ানা লেকারস্কা (বুলগেরিয়া), আদনান আল রাজীব ও রাশেদ জামান (বাংলাদেশ), আন্না শালাশিনা (রাশিয়া) এবং জর্জ ওভাশভিলি (জর্জিয়া)।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন